হঠাৎ বাড়ি গিয়ে দুই কিশোরী ভক্তকে চমকে দিলেন রজার ফেদেরার (ভিডিও)
স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০২০, ১৯:১৮:০৭ | অনলাইন সংস্করণ
সেই দুই কিশোরী ভক্তের সঙ্গে নিজের বাড়ির ছাদে খেলবেন ইতিহাসের সবচেয়ে সফল টেনিস তারকা রজার ফেদেরার। ভক্ত দুজনের নাম - ক্যারোলা ও ভিটোরিয়া। ক্যারোলার বয়স ১১ বছর আর ভিটোরিয়া ১৩ বছরে পা দিয়েছে।
করোনাকালে গত এপ্রিলে সোশ্যাল মিডিয়ায় নিজেদের টেনিস খেলার ছবি পোস্ট করে ভাইরাল হয়েছিল এই দুই ইতালিয় কিশোরী।
সেই ভিডিওতে দেখা গেছে, তারা দুজনে ইতালির লিগুরিয়ায়নিজেদের দু্ই বাড়ির ছাদে দাঁড়িয়ে টেনিস খেলেছিল। তারা দেখিয়েছিল, করোনায় সব স্থগিত হয়ে গেলেও স্বাস্থ্য বিধি মেনে কৌশলে প্রিয় খেলা চালিয়ে যাওয়া যায়।
সে সময় ক্যারোলা-ভিটোরিয়ার এই টেনিস খেলা খবরের শিরোনামে এসেছিল। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল সেই ভিডিও।
এখন পর্যন্ত টুইটারে তাদের এই ভিডিও দেখা হয়েছে ৭০ লাখ বার। ফেসবুকে ১৩ লাখ বারের বেশি।
ভিডিওটি নজরে এসেছিল রজার ফেদারারেও। অনেকটা অভিভূত হয়ে পড়েন তিনি। এরপর ফেদেরার স্বশরীরে হঠাৎ এই দুই কিশোরীর বাড়িতে উপস্থিত হয়ে তাদের চমকে দেন।
এবার এই দুই টেনিস অনুরাগীকে তার সঙ্গে বাড়ির ছাদে টেনিস খেলায় নেমন্ত্রণ দেন এই সুইস তারকা। শুধু তাই নয়, ক্যারোলা ও ভিটোরিয়াকে স্পেনের সবচেয়ে প্রসিদ্ধ টেনিস অ্যাকাডেমি রাফা নাদানে তালিকাভুক্ত করে দেবেন বলেও জানান।
ফেদেরারের এমন দুই প্রস্তাবে যারপরনাই বিস্মিত ক্যারোলা-ভিটোরিয়া।
ক্যারোলা-ভিটোরিয়ার ভাইরাল সেই ভিডিওটি দেখুন -
Just incredible to see ?
— ATP Tour (@atptour) April 18, 2020
? Liguria, Italy ?? | #tennisathome pic.twitter.com/dh8bqlvFhj
তথ্যসূত্র: ডেইলি হান্ট
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হঠাৎ বাড়ি গিয়ে দুই কিশোরী ভক্তকে চমকে দিলেন রজার ফেদেরার (ভিডিও)
সেই দুই কিশোরী ভক্তের সঙ্গে নিজের বাড়ির ছাদে খেলবেন ইতিহাসের সবচেয়ে সফল টেনিস তারকা রজার ফেদেরার। ভক্ত দুজনের নাম - ক্যারোলা ও ভিটোরিয়া। ক্যারোলার বয়স ১১ বছর আর ভিটোরিয়া ১৩ বছরে পা দিয়েছে।
করোনাকালে গত এপ্রিলে সোশ্যাল মিডিয়ায় নিজেদের টেনিস খেলার ছবি পোস্ট করে ভাইরাল হয়েছিল এই দুই ইতালিয় কিশোরী।
সেই ভিডিওতে দেখা গেছে, তারা দুজনে ইতালির লিগুরিয়ায় নিজেদের দু্ই বাড়ির ছাদে দাঁড়িয়ে টেনিস খেলেছিল। তারা দেখিয়েছিল, করোনায় সব স্থগিত হয়ে গেলেও স্বাস্থ্য বিধি মেনে কৌশলে প্রিয় খেলা চালিয়ে যাওয়া যায়।
সে সময় ক্যারোলা-ভিটোরিয়ার এই টেনিস খেলা খবরের শিরোনামে এসেছিল। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল সেই ভিডিও।
এখন পর্যন্ত টুইটারে তাদের এই ভিডিও দেখা হয়েছে ৭০ লাখ বার। ফেসবুকে ১৩ লাখ বারের বেশি।
ভিডিওটি নজরে এসেছিল রজার ফেদারারেও। অনেকটা অভিভূত হয়ে পড়েন তিনি। এরপর ফেদেরার স্বশরীরে হঠাৎ এই দুই কিশোরীর বাড়িতে উপস্থিত হয়ে তাদের চমকে দেন।
এবার এই দুই টেনিস অনুরাগীকে তার সঙ্গে বাড়ির ছাদে টেনিস খেলায় নেমন্ত্রণ দেন এই সুইস তারকা। শুধু তাই নয়, ক্যারোলা ও ভিটোরিয়াকে স্পেনের সবচেয়ে প্রসিদ্ধ টেনিস অ্যাকাডেমি রাফা নাদানে তালিকাভুক্ত করে দেবেন বলেও জানান।
ফেদেরারের এমন দুই প্রস্তাবে যারপরনাই বিস্মিত ক্যারোলা-ভিটোরিয়া।
ক্যারোলা-ভিটোরিয়ার ভাইরাল সেই ভিডিওটি দেখুন -
Just incredible to see ?
— ATP Tour (@atptour) April 18, 2020
? Liguria, Italy ?? | #tennisathome pic.twitter.com/dh8bqlvFhj
তথ্যসূত্র: ডেইলি হান্ট