ইয়ন মরগানের ঝড়ো সেঞ্চুরি
আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানের সেঞ্চুরি। গত বছর বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সেঞ্চুরি করেছিলেন তিনি। ১৪ মাস পর বিশ্বকাপের সুপার লিগের ম্যাচে আইরিশদের বিপক্ষে ১০৬ রান করে সাজঘরে ফেরেন।
২০২৩ সালের বিশ্বকাপের টিকিটি নিশ্চিত হবে সুপার লিগের পারফরম্যান্সের ভিত্তিতে। মঙ্গলবার সাউদাম্পটনের রোজ বোলে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিক ইংল্যান্ড।
দলের এমন কঠিন অবস্থায় তরুণ ব্যাটসম্যান টম বেন্টনকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামত করেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। চতুর্থ উইকেটে তারা গড়েন ১৪৬ রানের জুটি। আর এই জুটিতেই দুর্দান্ত ব্যাটিং করে ৭৮তম বলে বাউন্ডারি হাঁকানোর মধ্য দিয়ে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন মরগান।
তবে সেঞ্চুরি করার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি। জস লিটলের বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন মরগান। তার আগে ৮৪ বলে ১৫টি চার ও ৪টি ছক্কায় ১০৪ রান করেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
মরগান আউট হওয়ার পর দ্রুত ফেরেন টম বেন্টন। এর আগে ৫১ বলে ৫৮ রান করেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইয়ন মরগানের ঝড়ো সেঞ্চুরি
আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানের সেঞ্চুরি। গত বছর বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সেঞ্চুরি করেছিলেন তিনি। ১৪ মাস পর বিশ্বকাপের সুপার লিগের ম্যাচে আইরিশদের বিপক্ষে ১০৬ রান করে সাজঘরে ফেরেন।
২০২৩ সালের বিশ্বকাপের টিকিটি নিশ্চিত হবে সুপার লিগের পারফরম্যান্সের ভিত্তিতে। মঙ্গলবার সাউদাম্পটনের রোজ বোলে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিক ইংল্যান্ড।
দলের এমন কঠিন অবস্থায় তরুণ ব্যাটসম্যান টম বেন্টনকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামত করেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। চতুর্থ উইকেটে তারা গড়েন ১৪৬ রানের জুটি। আর এই জুটিতেই দুর্দান্ত ব্যাটিং করে ৭৮তম বলে বাউন্ডারি হাঁকানোর মধ্য দিয়ে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন মরগান।
তবে সেঞ্চুরি করার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি। জস লিটলের বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন মরগান। তার আগে ৮৪ বলে ১৫টি চার ও ৪টি ছক্কায় ১০৪ রান করেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
মরগান আউট হওয়ার পর দ্রুত ফেরেন টম বেন্টন। এর আগে ৫১ বলে ৫৮ রান করেন তিনি।