‘অনেক বড় ক্রিকেটারকেও মানুষ মনে রাখে না’
স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২০, ০০:২৮:৫৫ | অনলাইন সংস্করণ
ভারতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেছেন, মহামারী করোনাভাইরাসের কারণে চারদিকে যা দেখছি, মন খারাপ হয়ে যায়। এত মৃত্যু! কোভিড তো রয়েছেই। উত্তরপ্রদেশে তিন বছরের মেয়েও ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না! অবাক হয়ে যাচ্ছি! এমনিতেই সংবেদনশীল ছিলাম। কোভিডের জন্য আরও বেশি হয়ে গেছি।
ভারতের হয়ে ১২টি টেস্ট আর ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা তিওয়ারি আরও বলেছেন, খেলা ছাড়ার পরেও যেন সবাই আমাকে মানুষ হিসেবে মনে রাখেন, সেই চেষ্টাই করছি। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে চাই। অনেক বড় ক্রিকেটারকেও মানুষ মনে রাখে না। কিন্তু ভালো মানুষ হলে সবাই মনে রাখে। সেই চেষ্টাই করছি।
করোনার কারণে গৃহবন্দি হয়ে পড়া মনোজ আরও বলেছেন, মানসিকভাবে এবং ফিটনেসের দিক দিয়ে এখন তৈরি আছি, মাঠে নেমে পড়ার অপেক্ষা। মানসিকভাবে তৈরি হওয়াই সবচেয়ে বড় কথা। সেটা করে ফেলেছি। পেটে খিদে থাকলে কতদিন এভাবে বাড়িতে বসে থাকা যায়?
৩৪ বছর বয়সী এ অলরাউন্ডার আরও বলেছেন, আমাদের সবাইকে করোনা পরিস্থিতির দিকে নজর রাখতেই হবে। সব নির্দেশ মানতে হবে। না হয় সবাইকে ভুগতে হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘অনেক বড় ক্রিকেটারকেও মানুষ মনে রাখে না’
ভারতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেছেন, মহামারী করোনাভাইরাসের কারণে চারদিকে যা দেখছি, মন খারাপ হয়ে যায়। এত মৃত্যু! কোভিড তো রয়েছেই। উত্তরপ্রদেশে তিন বছরের মেয়েও ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না! অবাক হয়ে যাচ্ছি! এমনিতেই সংবেদনশীল ছিলাম। কোভিডের জন্য আরও বেশি হয়ে গেছি।
ভারতের হয়ে ১২টি টেস্ট আর ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা তিওয়ারি আরও বলেছেন, খেলা ছাড়ার পরেও যেন সবাই আমাকে মানুষ হিসেবে মনে রাখেন, সেই চেষ্টাই করছি। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে চাই। অনেক বড় ক্রিকেটারকেও মানুষ মনে রাখে না। কিন্তু ভালো মানুষ হলে সবাই মনে রাখে। সেই চেষ্টাই করছি।
করোনার কারণে গৃহবন্দি হয়ে পড়া মনোজ আরও বলেছেন, মানসিকভাবে এবং ফিটনেসের দিক দিয়ে এখন তৈরি আছি, মাঠে নেমে পড়ার অপেক্ষা। মানসিকভাবে তৈরি হওয়াই সবচেয়ে বড় কথা। সেটা করে ফেলেছি। পেটে খিদে থাকলে কতদিন এভাবে বাড়িতে বসে থাকা যায়?
৩৪ বছর বয়সী এ অলরাউন্ডার আরও বলেছেন, আমাদের সবাইকে করোনা পরিস্থিতির দিকে নজর রাখতেই হবে। সব নির্দেশ মানতে হবে। না হয় সবাইকে ভুগতে হবে।