শ্রীলংকার যেসব শর্তে সফর স্থগিত করল বিসিবি
স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৬:২৯ | অনলাইন সংস্করণ
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু লংকান ক্রিকেট বোর্ডের কঠিন শর্তের কারণে সফর আপাতত স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আলোচনার মাধ্যমে সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে দুই দেশের ক্রিকেট বোর্ড।
শ্রীলংকা প্রথমে সর্বোচ্চ ৩২ জন খেলোয়াড় ও কোচিং স্টাফ নিয়ে যেতে বলেছিল। পরে ৪৮ জন নিয়ে যাওয়ার অনুমতি দেয়। বাংলাদেশ জিম ও অনুশীলনের সুযোগ দিলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে রাজি ছিল। শ্রীলংকা ১৪ দিনের কোয়ারেন্টিনে নয়, আইসোলেশনে থাকতে বলে। তারা কোনো মেডিকেল সাপোর্ট দেবে না। প্রস্তুতি ম্যাচেরও সুযোগ নেই।
সোমবার মিরপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তারা যে স্বাস্থ্য নির্দেশিকা দিয়েছে তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলা সম্ভব নয়। তাদের ক্রিকেট বোর্ড, ক্রীড়া মন্ত্রণালয় চেষ্টা করেছে। আইসোলেশন মানে রুম থেকেই বের হওয়া যাবে না। শ্রীলংকা সেই আইসোলেশনে থাকতে বলছে। এভাবে খেলা সম্ভব নয়। রোববার আমরা তাদের কাছ থেকে বার্তা পেয়েছি। আজ সোমবার সফরে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শ্রীলংকার যেসব শর্তে সফর স্থগিত করল বিসিবি
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু লংকান ক্রিকেট বোর্ডের কঠিন শর্তের কারণে সফর আপাতত স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আলোচনার মাধ্যমে সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে দুই দেশের ক্রিকেট বোর্ড।
শ্রীলংকা প্রথমে সর্বোচ্চ ৩২ জন খেলোয়াড় ও কোচিং স্টাফ নিয়ে যেতে বলেছিল। পরে ৪৮ জন নিয়ে যাওয়ার অনুমতি দেয়। বাংলাদেশ জিম ও অনুশীলনের সুযোগ দিলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে রাজি ছিল। শ্রীলংকা ১৪ দিনের কোয়ারেন্টিনে নয়, আইসোলেশনে থাকতে বলে। তারা কোনো মেডিকেল সাপোর্ট দেবে না। প্রস্তুতি ম্যাচেরও সুযোগ নেই।
সোমবার মিরপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তারা যে স্বাস্থ্য নির্দেশিকা দিয়েছে তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলা সম্ভব নয়। তাদের ক্রিকেট বোর্ড, ক্রীড়া মন্ত্রণালয় চেষ্টা করেছে। আইসোলেশন মানে রুম থেকেই বের হওয়া যাবে না। শ্রীলংকা সেই আইসোলেশনে থাকতে বলছে। এভাবে খেলা সম্ভব নয়। রোববার আমরা তাদের কাছ থেকে বার্তা পেয়েছি। আজ সোমবার সফরে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।