পাকিস্তান সুপার লিগে খেলতে না পেরে হতাশ মাহমুদউল্লাহ
স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০২০, ২০:৫৪:১৪ | অনলাইন সংস্করণ
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় খেলতে পারছেন না বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সুযোগ পেয়েও খেলতে না পেরে হতাশাই প্রকাশ করেছেন তিনি।
ইএসপিএন ক্রিকইনফোকে বাংলাদেশ দলের এই তারকা অলরাউন্ডার বলেছেন, করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় আমি অবাক হয়েছি। আমার জ্বর ছিল না। অন্য কোনো উপসর্গও নেই। শুধু খানিকটা ঠাণ্ডা লেগেছিল। পিএসএলে সুযোগ পাওয়ার পরও খেলতে না পারায় আমি হতাশ।
তিনি আরও বলেছেন, পাকিস্তানের ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে কয়েকটি ম্যাচ খেলতে পারলে আমার জন্য ভালো হতো। আপাতত আমার লক্ষ্য দ্রুত সুস্থ হয়ে ওঠা। পুরোপুরি ফিট হলে চেষ্টা করব বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে।
তামিম ইকবালের সঙ্গে সোমবার একই ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করার কথা ছিল মাহমুদউল্লাহর। পিএসএলে মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিল তার। করোনার কারণে আগামী ১৪ নভেম্বর শুরু হতে যাওয়া পিএসএলের প্লে-অফে খেলা হচ্ছে না মাহমুদউল্লাহর। ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীর জায়গায় সুযোগ পেয়েছিলেন তিনি।
মাহমুদউল্লাহ রিয়াদ করোনা আক্রান্ত হওয়ায় তামিম ইকবালকে একাই যেতে হচ্ছে পাকিস্তানে। বাংলাদেশ সেরা এই ওপেনার অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ক্রিস লিনের পরিবর্তে লাহোর কালান্দার্সের হয়ে প্লে-অফে খেলবেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পাকিস্তান সুপার লিগে খেলতে না পেরে হতাশ মাহমুদউল্লাহ
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় খেলতে পারছেন না বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সুযোগ পেয়েও খেলতে না পেরে হতাশাই প্রকাশ করেছেন তিনি।
ইএসপিএন ক্রিকইনফোকে বাংলাদেশ দলের এই তারকা অলরাউন্ডার বলেছেন, করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় আমি অবাক হয়েছি। আমার জ্বর ছিল না। অন্য কোনো উপসর্গও নেই। শুধু খানিকটা ঠাণ্ডা লেগেছিল। পিএসএলে সুযোগ পাওয়ার পরও খেলতে না পারায় আমি হতাশ।
তিনি আরও বলেছেন, পাকিস্তানের ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে কয়েকটি ম্যাচ খেলতে পারলে আমার জন্য ভালো হতো। আপাতত আমার লক্ষ্য দ্রুত সুস্থ হয়ে ওঠা। পুরোপুরি ফিট হলে চেষ্টা করব বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে।
তামিম ইকবালের সঙ্গে সোমবার একই ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করার কথা ছিল মাহমুদউল্লাহর। পিএসএলে মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিল তার। করোনার কারণে আগামী ১৪ নভেম্বর শুরু হতে যাওয়া পিএসএলের প্লে-অফে খেলা হচ্ছে না মাহমুদউল্লাহর। ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীর জায়গায় সুযোগ পেয়েছিলেন তিনি।
মাহমুদউল্লাহ রিয়াদ করোনা আক্রান্ত হওয়ায় তামিম ইকবালকে একাই যেতে হচ্ছে পাকিস্তানে। বাংলাদেশ সেরা এই ওপেনার অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ক্রিস লিনের পরিবর্তে লাহোর কালান্দার্সের হয়ে প্লে-অফে খেলবেন।