স্রেয়াশ-পন্তের ব্যাটে বিপর্যয় এড়াল দিল্লি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২২ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস।
দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরেন অধিনায়ক স্রেয়াশ আইয়ার ও ঋষভ পন্ত। তাদের অবিচ্ছিন্ন ৭৭ রানেরদায়িত্বশীল জুটিতে খেলায় ফিরেদিল্লি ক্যাপিটালস।এই রিপোর্ট লেখা পর্যন্ত দিল্লির সংগ্রহ ১৩ওভারের খেলা শেষে ৯৯/৩ রান। ৩৯ও ৪১রানে ব্যাট করছেন স্রেয়াশ ও পন্ত।ট্রফি জয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়তে হবে দিল্লিকে।
মঙ্গলবার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মাত্র ২২ রানে প্রথম সারির তিন ব্যাটসম্যানের উইকেট হারায় দিল্লি। ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই ট্রেন্ট বোল্টের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার মার্কাস স্টয়নিস। এরপর নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে আজিঙ্কা রাহানের উইকেট তুলে নেন বোল্ট।
চলতি আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া শিখর ধাওয়ান আউট হন জয়ন্ত যাদবের স্পিনে। এবারের আইপিএলে এক ম্যাচ খেলার পর বাদ পড়ে যাওয়া এ অফ স্পিনারের ঘূর্ণি বলে বিভ্রান্ত হন ধাওয়ান। তার বিদায়ের মধ্য দিয়ে মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে দিল্লি।
ফাইনালের আগে তিনবার মুখোমুখি হয় উভয় দল। গ্রুপপর্বে দুই ম্যাচে ৫ ও ৯ উইকেটে জয় পায় রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই। আর কোয়ালিফায়ারে ২০০ রান করে জয় পায় ৫৭ রানে। ফাইনালেও সেই জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর গত চার আসরের শিরোপাজয়ী মুম্বাই।
দিল্লি ক্যাপিটালস: শিখর ধাওয়ান, মার্কাস স্টয়নিস, আজিঙ্কা রাহানে, স্রেয়াশ আইয়ার, ঋষভ পন্ত, শিমরন হিটমায়ার, প্রভিন দুবে, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা ও অ্যানরিচ নর্টজে।
মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ইশান কিশান, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জয়ন্ত যাদব, নাথান কোল্টার-নাইল, ট্রেন্ট বোল্ট ও জসপ্রিত বুমরাহ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
স্রেয়াশ-পন্তের ব্যাটে বিপর্যয় এড়াল দিল্লি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২২ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস।
দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরেন অধিনায়ক স্রেয়াশ আইয়ার ও ঋষভ পন্ত। তাদের অবিচ্ছিন্ন ৭৭ রানের দায়িত্বশীল জুটিতে খেলায় ফিরে দিল্লি ক্যাপিটালস। এই রিপোর্ট লেখা পর্যন্ত দিল্লির সংগ্রহ ১৩ ওভারের খেলা শেষে ৯৯/৩ রান। ৩৯ ও ৪১ রানে ব্যাট করছেন স্রেয়াশ ও পন্ত। ট্রফি জয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়তে হবে দিল্লিকে।
মঙ্গলবার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মাত্র ২২ রানে প্রথম সারির তিন ব্যাটসম্যানের উইকেট হারায় দিল্লি। ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই ট্রেন্ট বোল্টের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার মার্কাস স্টয়নিস। এরপর নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে আজিঙ্কা রাহানের উইকেট তুলে নেন বোল্ট।
চলতি আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া শিখর ধাওয়ান আউট হন জয়ন্ত যাদবের স্পিনে। এবারের আইপিএলে এক ম্যাচ খেলার পর বাদ পড়ে যাওয়া এ অফ স্পিনারের ঘূর্ণি বলে বিভ্রান্ত হন ধাওয়ান। তার বিদায়ের মধ্য দিয়ে মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে দিল্লি।
ফাইনালের আগে তিনবার মুখোমুখি হয় উভয় দল। গ্রুপপর্বে দুই ম্যাচে ৫ ও ৯ উইকেটে জয় পায় রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই। আর কোয়ালিফায়ারে ২০০ রান করে জয় পায় ৫৭ রানে। ফাইনালেও সেই জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর গত চার আসরের শিরোপাজয়ী মুম্বাই।
দিল্লি ক্যাপিটালস: শিখর ধাওয়ান, মার্কাস স্টয়নিস, আজিঙ্কা রাহানে, স্রেয়াশ আইয়ার, ঋষভ পন্ত, শিমরন হিটমায়ার, প্রভিন দুবে, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা ও অ্যানরিচ নর্টজে।
মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ইশান কিশান, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জয়ন্ত যাদব, নাথান কোল্টার-নাইল, ট্রেন্ট বোল্ট ও জসপ্রিত বুমরাহ।