রাবাদার দখলেই রইল ‘পার্পল ক্যাপ’
মরুরাজ্য আরব আমিরাতেএবারে আইপিএলে শুরু থেকেই ঝড় তুলেছেন দিল্লি ক্যাপিট্যালসের দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা।
একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছিলেন। প্রশ্ন ছিল কোথায় গিয়ে থামেন। সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপের দাবিদারও তিনি ছিলেন। যদিও তার পিছুপিছু ছুটে আসছিলেন মুম্বাইয়ের জসপ্রিত বুমরাহ।
অবশেষে ক্যারিবীয় এই পেসারকে ধরতে পারেননি ভারতের বুমরাহ। মঙ্গলবারের ফাইনালে ৩ ওভারে ৩২ রান খরচায় একটি উইকেট পেলেও আসরের সর্বোচ্চ উইকেট শিকারের কৃতিত্ব রাবাদারই দখলে। আইপিএল ১৩তম আসরের ‘পার্পল ক্যাপ’ জিতে নিলেন রাবাদা।
১৭ ইনিংসে ৩০ উইকেট নিয়েছেন রাবাদা। দ্বিতীয় অবস্থানে থাকা বুমরার সংগ্রহ ১৫ ইনিংসে ২৭ উইকেট।
আর বুমরার সতীর্থ অস্ট্রেলিয়ার গতি তারকা ট্রেন্ট বোল্ট ১৫ ইনিংসে ২৫ উইকেট সংগ্রহ করে তৃতীয় অবস্থানে রয়েছেন।
এর আগের আসরে এই কৃতিত্বটি ছিল স্বদেশি লেগস্পিনার ইমরান তাহিরের। সেই আসরেও দুর্দান্ত ছিলেন রাবাদা। কিন্তু ইনজুরির কারণে ম্যাচ থেকে ছিটকে গেলে তার থেকে ১ উইকেট বেশি হয়ে যায় ইমরান তাহিরের।
এবারের আসরে ২০ বা এর বেশি উইকেট পেয়েছেন মোট ৮ জন বোলার। রাবাদা, বুমরা, বোল্ট ছাড়া বাকি ৫জন হলেন -এনরিচ নর্টজে (দিল্লি) ২২ উইকেট, যুজবেন্দ্র চাহাল (ব্যাঙ্গালুরু) ২১ উইকেট, রশিদ খান (হায়দরাবাদ) ২০ উইকেট , জোফরা আর্চার (রাজস্থান) রাজস্থানের এবং মোহাম্মদ সামি (পাঞ্জাব) ২০ উইকেট।
তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাবাদার দখলেই রইল ‘পার্পল ক্যাপ’
মরুরাজ্য আরব আমিরাতে এবারে আইপিএলে শুরু থেকেই ঝড় তুলেছেন দিল্লি ক্যাপিট্যালসের দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা।
একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছিলেন। প্রশ্ন ছিল কোথায় গিয়ে থামেন। সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপের দাবিদারও তিনি ছিলেন। যদিও তার পিছুপিছু ছুটে আসছিলেন মুম্বাইয়ের জসপ্রিত বুমরাহ।
অবশেষে ক্যারিবীয় এই পেসারকে ধরতে পারেননি ভারতের বুমরাহ। মঙ্গলবারের ফাইনালে ৩ ওভারে ৩২ রান খরচায় একটি উইকেট পেলেও আসরের সর্বোচ্চ উইকেট শিকারের কৃতিত্ব রাবাদারই দখলে। আইপিএল ১৩তম আসরের ‘পার্পল ক্যাপ’ জিতে নিলেন রাবাদা।
১৭ ইনিংসে ৩০ উইকেট নিয়েছেন রাবাদা। দ্বিতীয় অবস্থানে থাকা বুমরার সংগ্রহ ১৫ ইনিংসে ২৭ উইকেট।
আর বুমরার সতীর্থ অস্ট্রেলিয়ার গতি তারকা ট্রেন্ট বোল্ট ১৫ ইনিংসে ২৫ উইকেট সংগ্রহ করে তৃতীয় অবস্থানে রয়েছেন।
এর আগের আসরে এই কৃতিত্বটি ছিল স্বদেশি লেগস্পিনার ইমরান তাহিরের। সেই আসরেও দুর্দান্ত ছিলেন রাবাদা। কিন্তু ইনজুরির কারণে ম্যাচ থেকে ছিটকে গেলে তার থেকে ১ উইকেট বেশি হয়ে যায় ইমরান তাহিরের।
এবারের আসরে ২০ বা এর বেশি উইকেট পেয়েছেন মোট ৮ জন বোলার। রাবাদা, বুমরা, বোল্ট ছাড়া বাকি ৫জন হলেন -এনরিচ নর্টজে (দিল্লি) ২২ উইকেট, যুজবেন্দ্র চাহাল (ব্যাঙ্গালুরু) ২১ উইকেট, রশিদ খান (হায়দরাবাদ) ২০ উইকেট , জোফরা আর্চার (রাজস্থান) রাজস্থানের এবং মোহাম্মদ সামি (পাঞ্জাব) ২০ উইকেট।
তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো