আইপিএল শেষে ফেরার পথে বিমানবন্দরে আটক ভারতের অলরাউন্ডার
স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২০, ২২:৫৮:৩১ | অনলাইন সংস্করণ
আইপিএল শেষে আরব আমিরাত থেকে চাঙা মনেই ভারতে ফিরছিলেন চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস দলের অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়া।
আর বিমানবন্দরে আটক হয়ে বিড়ম্বনার শিকার হলেন তিনি। তাকে আলাদা করে জেরাও করা হয়।
বৃহস্পতিবার মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই তাকে আটক করে শুল্ক দফতর বা ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টিলিজেন্সের (ডিআরআইয়ের) কর্মকর্তারা।
ডিআরআইয়ের বরাতে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিয়ম ভেঙে অতিরিক্ত সোনা বহন করায় হার্দিক পান্ডিয়ার বড় ভাই ক্রুণাল পান্ডিয়াকে আটক করা হয়। তারা জানায় ক্রুনালের কাছে যে পরিমাণ সোনা এবং অন্য মূল্যবান সামগ্রী ছিল, তা অনুমতিযোগ্য পরিমাণের চেয়ে অনেক বেশি ছিল।
এসময় শুল্ক কর্মকর্তারা তাকে নানা প্রশ্নে বিদ্ধ করেন। কোথা থেকে ওই সোনা এবং মূল্যবান সামগ্রী কিনেছেন সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। শুধু তাই নয়; সঙ্গে আনা এসব সোনা ও মূল্যবান সামগ্রীর বৈধ কাগজপত্র দেখতে চান কর্মকর্তারা। এভাবে বিমানবন্দরেই আইপিএল শিরোপাজয়ী দলের এই সদস্যকে কয়েক ঘণ্টা আটকে রাখে ছত্রপতি শিবাজী মহারাজ বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা।
নিয়ম অনুযায়ী, দুবাই থেকে ভারতে আসার সময় পুরুষ যাত্রীরা সর্বাধিক ২০ গ্রাম সোনা নিয়ে আসতে পারেন। আর ক্রুণাল সেই নির্ধারিত পরিমাণের অনেক বেশি সোনা নিয়ে দুবাই থেকে মুম্বাই এসেছেন
এ বারের আইপিএলে ক্রুনাল পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ১৬ ম্যাচে ১০৯ রান করেছেন। নিয়েছেন ৬টি উইকেট।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আইপিএল শেষে ফেরার পথে বিমানবন্দরে আটক ভারতের অলরাউন্ডার
আইপিএল শেষে আরব আমিরাত থেকে চাঙা মনেই ভারতে ফিরছিলেন চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস দলের অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়া।
আর বিমানবন্দরে আটক হয়ে বিড়ম্বনার শিকার হলেন তিনি। তাকে আলাদা করে জেরাও করা হয়।
বৃহস্পতিবার মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই তাকে আটক করে শুল্ক দফতর বা ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টিলিজেন্সের (ডিআরআইয়ের) কর্মকর্তারা।
ডিআরআইয়ের বরাতে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিয়ম ভেঙে অতিরিক্ত সোনা বহন করায় হার্দিক পান্ডিয়ার বড় ভাই ক্রুণাল পান্ডিয়াকে আটক করা হয়। তারা জানায় ক্রুনালের কাছে যে পরিমাণ সোনা এবং অন্য মূল্যবান সামগ্রী ছিল, তা অনুমতিযোগ্য পরিমাণের চেয়ে অনেক বেশি ছিল।
এসময় শুল্ক কর্মকর্তারা তাকে নানা প্রশ্নে বিদ্ধ করেন। কোথা থেকে ওই সোনা এবং মূল্যবান সামগ্রী কিনেছেন সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। শুধু তাই নয়; সঙ্গে আনা এসব সোনা ও মূল্যবান সামগ্রীর বৈধ কাগজপত্র দেখতে চান কর্মকর্তারা। এভাবে বিমানবন্দরেই আইপিএল শিরোপাজয়ী দলের এই সদস্যকে কয়েক ঘণ্টা আটকে রাখে ছত্রপতি শিবাজী মহারাজ বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা।
নিয়ম অনুযায়ী, দুবাই থেকে ভারতে আসার সময় পুরুষ যাত্রীরা সর্বাধিক ২০ গ্রাম সোনা নিয়ে আসতে পারেন। আর ক্রুণাল সেই নির্ধারিত পরিমাণের অনেক বেশি সোনা নিয়ে দুবাই থেকে মুম্বাই এসেছেন
এ বারের আইপিএলে ক্রুনাল পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ১৬ ম্যাচে ১০৯ রান করেছেন। নিয়েছেন ৬টি উইকেট।