আফ্রিদিকে নিয়ে দুশ্চিন্তায় গ্ল্যাডিয়েটর্স
শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নিতে সোমবার কলম্বোর বিমানে ওঠার কথা ছিল গল গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক শহীদ আফ্রিদির। কিন্তু পাকিস্তানের এ অলরাউন্ডার ফ্লাইট মিস করায় আগামী দুই ম্যাচ তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শহীদ আফ্রিদির অবর্তমানে গ্ল্যাডিয়েটর্সের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক ভানুকা রাজাপাকশে। শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে জাফনা স্ট্যালিয়নের বিপক্ষে খেলবে গ্ল্যাডিয়েটর্স। পর দিন কলম্বো কিংসের বিপক্ষে খেলবে তারা। এলপিএলের সব ম্যাচ হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে।
ফ্লাইট মিস করার বিষয়টি নিজেই টুইট বার্তায় নিশ্চিত করেছেন আফ্রিদি। তবে গ্ল্যাডিয়েটর্স আশা করছে বুধবারের মধ্যেই শ্রীলংকায় পৌঁছে যাবেন আফ্রিদি। তবে শ্রীলঙ্কায় পৌঁছলেও দলের সঙ্গে যোগ দেয়ার আগে অন্তত তিন দিন কোয়ারেন্টিনে থাকতে হবে পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে।
লংকান প্রিমিয়ার লিগ শুরুর আগে এ নিয়ে তৃতীয় ধাক্কা খেল গল গ্ল্যাডিয়েটর্স।
এর আগে দলটির অধিনায়কের দায়িত্ব নেয়ার কথা থাকলেও প্রস্তুতির অভাবের কারণ জানিয়ে গত সপ্তাহে সংক্ষিপ্ত নোটিশে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান লাসিথ মালিঙ্গা।
তার আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ গ্ল্যাডিয়েটর্সের নেতৃত্ব দেয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সফরে যাওয়ায় লংকান প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না সরফরাজের।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আফ্রিদিকে নিয়ে দুশ্চিন্তায় গ্ল্যাডিয়েটর্স
শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নিতে সোমবার কলম্বোর বিমানে ওঠার কথা ছিল গল গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক শহীদ আফ্রিদির। কিন্তু পাকিস্তানের এ অলরাউন্ডার ফ্লাইট মিস করায় আগামী দুই ম্যাচ তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শহীদ আফ্রিদির অবর্তমানে গ্ল্যাডিয়েটর্সের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক ভানুকা রাজাপাকশে। শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে জাফনা স্ট্যালিয়নের বিপক্ষে খেলবে গ্ল্যাডিয়েটর্স। পর দিন কলম্বো কিংসের বিপক্ষে খেলবে তারা। এলপিএলের সব ম্যাচ হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে।
ফ্লাইট মিস করার বিষয়টি নিজেই টুইট বার্তায় নিশ্চিত করেছেন আফ্রিদি। তবে গ্ল্যাডিয়েটর্স আশা করছে বুধবারের মধ্যেই শ্রীলংকায় পৌঁছে যাবেন আফ্রিদি। তবে শ্রীলঙ্কায় পৌঁছলেও দলের সঙ্গে যোগ দেয়ার আগে অন্তত তিন দিন কোয়ারেন্টিনে থাকতে হবে পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে।
লংকান প্রিমিয়ার লিগ শুরুর আগে এ নিয়ে তৃতীয় ধাক্কা খেল গল গ্ল্যাডিয়েটর্স।
এর আগে দলটির অধিনায়কের দায়িত্ব নেয়ার কথা থাকলেও প্রস্তুতির অভাবের কারণ জানিয়ে গত সপ্তাহে সংক্ষিপ্ত নোটিশে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান লাসিথ মালিঙ্গা।
তার আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ গ্ল্যাডিয়েটর্সের নেতৃত্ব দেয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সফরে যাওয়ায় লংকান প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না সরফরাজের।