নিষেধাজ্ঞা থেকে ফিরেই সাকিবের উইকেট সাফল্য
স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২০, ১৯:৩৬:১৭ | অনলাইন সংস্করণ
জুয়াড়িদের খপ্পরে পড়ে একবছর নিষিদ্ধ হন সাকিব আল হাসান। গত ২৯ অক্টোবর শেষ হয় সাকিবের সেই নিষেধাজ্ঞা। ৪০৯দিন পর মঙ্গলবার শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টিকাপের মধ্য দিয়েই পেশাদার ক্রিকেটে ফেরেন সাকিব।
লম্বা সময় পর বল হাতে নিয়েই উইকেটের সাফল্য পেলেন খুলনার এ অলরাউন্ডার। টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় আর নিজেদের প্রথম ম্যাচে সাকিব ব্যক্তিতগত দ্বিতীয় ওভারের প্রথম বলেই শিকার করেন আফিফ হোসেন ধ্রুবর উইকেট। সাকিবের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে জহুরুল ইসলাম অমির হাতে ক্যাচ তুলে দেন আফিফ। তার বিদায়ের মধ্য দিয়ে ৮.১ ওভারে ৪৯ রানে ৩ উইকেট হারায় বরিশাল।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে টস জিতে তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশালকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় বরিশাল। স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগেই শফিউল ইসলামের বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন জাতীয় দলের অলরাউন্ড মেহেদী হাসান মিরাজ।
ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা পারভেজ হোসেন ইমনের সঙ্গে ৩৮ রানের জুটি গড়তেই শহিদুলের শিকারে পরিনত হন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তার আগে ১৫ বলে মাত্র ১৫ রান করেন জাতীয় দলের এই ড্যাশিং ওপেনার।চারে ব্যাটিংয়ে নেমে ৩ বলে মাত্র ২ রান করে সাকিবের শিকার আফিফ হোসেন।
দলের ব্যাটিং বিপর্যয়ের দিনেফিফটি তুলে নেয়ার পর আউট হন পারভেজ হোসেন ইমন।তার আগে ৪২ বলে তিন চার ও চারটি ছক্কায় ৫১ রান করেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিষেধাজ্ঞা থেকে ফিরেই সাকিবের উইকেট সাফল্য
জুয়াড়িদের খপ্পরে পড়ে একবছর নিষিদ্ধ হন সাকিব আল হাসান। গত ২৯ অক্টোবর শেষ হয় সাকিবের সেই নিষেধাজ্ঞা। ৪০৯দিন পর মঙ্গলবার শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মধ্য দিয়েই পেশাদার ক্রিকেটে ফেরেন সাকিব।
লম্বা সময় পর বল হাতে নিয়েই উইকেটের সাফল্য পেলেন খুলনার এ অলরাউন্ডার। টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় আর নিজেদের প্রথম ম্যাচে সাকিব ব্যক্তিতগত দ্বিতীয় ওভারের প্রথম বলেই শিকার করেন আফিফ হোসেন ধ্রুবর উইকেট। সাকিবের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে জহুরুল ইসলাম অমির হাতে ক্যাচ তুলে দেন আফিফ। তার বিদায়ের মধ্য দিয়ে ৮.১ ওভারে ৪৯ রানে ৩ উইকেট হারায় বরিশাল।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে টস জিতে তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশালকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় বরিশাল। স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগেই শফিউল ইসলামের বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন জাতীয় দলের অলরাউন্ড মেহেদী হাসান মিরাজ।
ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা পারভেজ হোসেন ইমনের সঙ্গে ৩৮ রানের জুটি গড়তেই শহিদুলের শিকারে পরিনত হন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তার আগে ১৫ বলে মাত্র ১৫ রান করেন জাতীয় দলের এই ড্যাশিং ওপেনার। চারে ব্যাটিংয়ে নেমে ৩ বলে মাত্র ২ রান করে সাকিবের শিকার আফিফ হোসেন।
দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে ফিফটি তুলে নেয়ার পর আউট হন পারভেজ হোসেন ইমন। তার আগে ৪২ বলে তিন চার ও চারটি ছক্কায় ৫১ রান করেন তিনি।