উইন্ডিজের পর্যবেক্ষক দল আসছে শনিবার
নতুন বছরের শুরুতেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। তার আগে শনিবার ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের দুই সদস্য স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে ঢাকা সফরে আসবেন।এমনটি নিশ্চিত করেছেব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আকরাম খান বলেছেন, ২৮ নভেম্বর স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে উইন্ডিজ থেকে দুইজন সদস্য ঢাকায় আসছেন। তারা ঢাকা ও চট্টগ্রামের ভেন্যু পর্যবেক্ষণে যাবেন। দেশে ফিরে গিয়ে ক্রিকেট বোর্ডের কাছে রিপোর্ট দেবেন। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজটা হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার থেকে মিরপুরে শুরু হয়েছে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফুটবলের মতো ক্রিকেট মাঠে দর্শক ফেরানো প্রসঙ্গে আকরাম খান বলেছেন, মাঠে দর্শক তো আমরাও দেখতে চাই। এটা বড় একটি চ্যালেঞ্জ। আগে একটি টুর্নামেন্ট করেছি, তার চেয়ে এটা আরও বড় টুর্নামেন্ট। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কথা মাথায় রয়েছে। দর্শক যে আনতে পারছি না সেটা আমাদের জন্য খারাপ ব্যাপার। পরিস্থিতি ভালো হলে আবার দর্শক মাঠে ফিরবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
উইন্ডিজের পর্যবেক্ষক দল আসছে শনিবার
নতুন বছরের শুরুতেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। তার আগে শনিবার ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের দুই সদস্য স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে ঢাকা সফরে আসবেন। এমনটি নিশ্চিত করেছেব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আকরাম খান বলেছেন, ২৮ নভেম্বর স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে উইন্ডিজ থেকে দুইজন সদস্য ঢাকায় আসছেন। তারা ঢাকা ও চট্টগ্রামের ভেন্যু পর্যবেক্ষণে যাবেন। দেশে ফিরে গিয়ে ক্রিকেট বোর্ডের কাছে রিপোর্ট দেবেন। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজটা হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার থেকে মিরপুরে শুরু হয়েছে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফুটবলের মতো ক্রিকেট মাঠে দর্শক ফেরানো প্রসঙ্গে আকরাম খান বলেছেন, মাঠে দর্শক তো আমরাও দেখতে চাই। এটা বড় একটি চ্যালেঞ্জ। আগে একটি টুর্নামেন্ট করেছি, তার চেয়ে এটা আরও বড় টুর্নামেন্ট। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কথা মাথায় রয়েছে। দর্শক যে আনতে পারছি না সেটা আমাদের জন্য খারাপ ব্যাপার। পরিস্থিতি ভালো হলে আবার দর্শক মাঠে ফিরবে।