৪ মাসে ২২ বার করোনা টেস্ট করান সৌরভ গাঙ্গুলী
স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২০, ১৮:০৬:৫৫ | অনলাইন সংস্করণ
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় গত সাড়ে চার মাসে ২২ বার করোনা টেস্ট করান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।
সম্প্রতি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে সৌরভ গাঙ্গুলী জানান, শেষ সাড়ে চার মাসে ২২ বার করোনা টেস্ট করিয়েছি, একবারও রিপোর্ট পজিটিভ আসেনি। তার ঘনিষ্ঠ মহলের বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেই কারণেই একাধিকবার করোনা টেস্ট করান তিনি।
তিনি আরও জানান, আমার মা বৃদ্ধ মানুষ। করোনায় বয়স্ক ও শিশুরাই বেশি ঝুঁকির মধ্যে। তাছাড়া সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজনে গিয়ে অনেকের সঙ্গে মিশতে হয়েছে। সেই সময়ে বেশ চিন্তিত ছিলাম। শুধু আমার জন্য নয়, আমার পরিবারের জন্যও।
আইপিএলের সময়ে আটটি দলের ক্রিকেটার কোচিং স্টাফসহ সবমিলে চার শতাধিক মানুষকে ‘বায়ো বাবলে' রাখা হয়েছিল। আইপিএলের সময়ে ৩০-৪০ হাজার টেস্ট করানো হয়েছে; যাতে খেলতে এসে কেউ করোনায় আক্রান্ত হয়ে না পড়েন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
৪ মাসে ২২ বার করোনা টেস্ট করান সৌরভ গাঙ্গুলী
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় গত সাড়ে চার মাসে ২২ বার করোনা টেস্ট করান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।
সম্প্রতি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে সৌরভ গাঙ্গুলী জানান, শেষ সাড়ে চার মাসে ২২ বার করোনা টেস্ট করিয়েছি, একবারও রিপোর্ট পজিটিভ আসেনি। তার ঘনিষ্ঠ মহলের বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেই কারণেই একাধিকবার করোনা টেস্ট করান তিনি।
তিনি আরও জানান, আমার মা বৃদ্ধ মানুষ। করোনায় বয়স্ক ও শিশুরাই বেশি ঝুঁকির মধ্যে। তাছাড়া সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজনে গিয়ে অনেকের সঙ্গে মিশতে হয়েছে। সেই সময়ে বেশ চিন্তিত ছিলাম। শুধু আমার জন্য নয়, আমার পরিবারের জন্যও।
আইপিএলের সময়ে আটটি দলের ক্রিকেটার কোচিং স্টাফসহ সবমিলে চার শতাধিক মানুষকে ‘বায়ো বাবলে' রাখা হয়েছিল। আইপিএলের সময়ে ৩০-৪০ হাজার টেস্ট করানো হয়েছে; যাতে খেলতে এসে কেউ করোনায় আক্রান্ত হয়ে না পড়েন।