ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা
স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২০, ২২:২৬:২৫ | অনলাইন সংস্করণ
মহামারী করোনাভাইরাসের কারণে এ বছর ব্যালন ডি’অর পুরস্কার বাতিল করা হয়। ব্যালন ডি’অর বাতিল হওয়ায় ফুটবলপ্রেমীদের দৃষ্টি এখন ফিফার ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডের দিকে।
আগামী মাসে এক ভার্চুয়াল অনুষ্ঠানে ঘোষণা করা হবে ২০২০ সালের বর্ষসেরা ফুটবলারের নাম।
‘দ্য বেস্ট’ পুরস্কারের জন্য বুধবার ১১ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। সেরার দৌড়ে রয়েছেন সবচেয়ে বেশিবার বর্ষসেরা পুরস্কার জেতা দুই মহাতারকা বার্সেলোনার লিওনেল মেসি ও জুভেন্টাসের ক্রিশ্চিয়ানো রোনালদো।
‘দ্য বেস্ট’ পুরস্কারের জন্য লিভারপুলের মোহামেদ সালাহসহ সর্বোচ্চ চারজন মনোনয়ন পেয়েছেন। বাকি তিনজন হলেন- সাদিও মানে, থিয়াগো আলকান্তারা ও ভার্জিল ফন ডাইক।
তবে এবারের ‘দ্য বেস্ট’ পুরস্কারের জন্য ফেভারিট ভাবা হচ্ছে বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ের নায়ক রবার্ট লেওয়ান ডোস্কিকে। পোলিশ ফরোয়ার্ডের সঙ্গে লড়াইয়ে আছেন দুই পিএসজি তারকা নেইমার ও কিলিয়ান এমবাপ্পে, রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস এবং ম্যানসিটির কেভিন ডি ব্রুইন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা
মহামারী করোনাভাইরাসের কারণে এ বছর ব্যালন ডি’অর পুরস্কার বাতিল করা হয়। ব্যালন ডি’অর বাতিল হওয়ায় ফুটবলপ্রেমীদের দৃষ্টি এখন ফিফার ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডের দিকে।
আগামী মাসে এক ভার্চুয়াল অনুষ্ঠানে ঘোষণা করা হবে ২০২০ সালের বর্ষসেরা ফুটবলারের নাম।
‘দ্য বেস্ট’ পুরস্কারের জন্য বুধবার ১১ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। সেরার দৌড়ে রয়েছেন সবচেয়ে বেশিবার বর্ষসেরা পুরস্কার জেতা দুই মহাতারকা বার্সেলোনার লিওনেল মেসি ও জুভেন্টাসের ক্রিশ্চিয়ানো রোনালদো।
‘দ্য বেস্ট’ পুরস্কারের জন্য লিভারপুলের মোহামেদ সালাহসহ সর্বোচ্চ চারজন মনোনয়ন পেয়েছেন। বাকি তিনজন হলেন- সাদিও মানে, থিয়াগো আলকান্তারা ও ভার্জিল ফন ডাইক।
তবে এবারের ‘দ্য বেস্ট’ পুরস্কারের জন্য ফেভারিট ভাবা হচ্ছে বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ের নায়ক রবার্ট লেওয়ান ডোস্কিকে। পোলিশ ফরোয়ার্ডের সঙ্গে লড়াইয়ে আছেন দুই পিএসজি তারকা নেইমার ও কিলিয়ান এমবাপ্পে, রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস এবং ম্যানসিটির কেভিন ডি ব্রুইন।