ম্যারাডোনার প্রতি শ্রদ্ধায় টুইটারে যা লিখলেন এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২০, ১০:০৭:০২ | অনলাইন সংস্করণ
চলতি বছরেই ৬০তম জন্মদিন পালন করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। এরপর পরই মস্তিষ্কে রক্ত জমে যাওয়ায় জটিল অস্ত্রোপচার করতে হয় তার।
প্রচণ্ড দুশ্চিন্তার পর সফল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তিনি।
তখন সবার মুখে হাসি ফুটলেও তা যে সাময়িক কে জানত!
তার হঠাৎ মৃত্যুতে ক্রীড়াঙ্গনসহ সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যার মতো করে শোকবার্তা দিচ্ছেন।
ম্যারাডোনার বিয়োগে শোকাহত ফরাসি তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
টুইটবার্তায় সেই শোক প্রকাশ করেছেন ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী ফুটবলার।
ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এমবাপ্পে লিখেছেন, ‘ফুটবলের ইতিহাসে চিরকাল তুমি থেকে যাবে। পুরো বিশ্বকে তুমি যেভাবে আনন্দ দিয়েছ তার জন্য ধন্যবাদ।’
আর্জেন্টাইন এই কিংবদন্তির মৃত্যুতে শোক জানিয়েছেন বর্তমান সময়ের সুপারস্টার পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ম্যারাডোনার সঙ্গে তোলা একটি ছবি টুইটারে পোস্ট করে শোক প্রকাশ করেছেন।
ফুটবল কিংবদিন্ত দিয়াগো ম্যারাডোনা বুধবার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ম্যারাডোনার প্রতি শ্রদ্ধায় টুইটারে যা লিখলেন এমবাপ্পে
চলতি বছরেই ৬০তম জন্মদিন পালন করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। এরপর পরই মস্তিষ্কে রক্ত জমে যাওয়ায় জটিল অস্ত্রোপচার করতে হয় তার।
প্রচণ্ড দুশ্চিন্তার পর সফল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তিনি।
তখন সবার মুখে হাসি ফুটলেও তা যে সাময়িক কে জানত!
তার হঠাৎ মৃত্যুতে ক্রীড়াঙ্গনসহ সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যার মতো করে শোকবার্তা দিচ্ছেন।
ম্যারাডোনার বিয়োগে শোকাহত ফরাসি তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
টুইটবার্তায় সেই শোক প্রকাশ করেছেন ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী ফুটবলার।
ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এমবাপ্পে লিখেছেন, ‘ফুটবলের ইতিহাসে চিরকাল তুমি থেকে যাবে। পুরো বিশ্বকে তুমি যেভাবে আনন্দ দিয়েছ তার জন্য ধন্যবাদ।’
আর্জেন্টাইন এই কিংবদন্তির মৃত্যুতে শোক জানিয়েছেন বর্তমান সময়ের সুপারস্টার পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ম্যারাডোনার সঙ্গে তোলা একটি ছবি টুইটারে পোস্ট করে শোক প্রকাশ করেছেন।
ফুটবল কিংবদিন্ত দিয়াগো ম্যারাডোনা বুধবার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।