১০ বলে শূন্য সাব্বির
ছন্দে নেই জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমান রুম্মন। মার্চে মহামারী কারণে ঢাকা লিগ বন্ধ হওয়ার সাত মাস পর গত অক্টোবরে একটু রিক্স নিয়েই প্রেসিডেন্স কাপ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চার দলের বিসিবির সেই টুর্নামেন্টে মাহমুদউল্লাহর নেতৃত্বে খেলেন সাব্বির রহমান। কিন্তু চার ম্যাচ খেলেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি তিনি। চার ম্যাচে ২২, ৪*, ১০ ও ৩ রানে আউট হন সাব্বির।
গত মঙ্গলবার থেকে বিসিবি আয়োজন করেছে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ফ্রাঞ্চাইজি এ টুর্নামেন্টেও নিজের যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ সাব্বির।
প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে রাজশাহীর বিপক্ষে ৭ বলে মাত্র ৫ রানে অপরাজিত ছিলেন তিনি। অথচ সেই ম্যাচেই শেষ ওভারে মাত্র ৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ২ রানে হেরে যায় তার দল ঢাকা। সেই ম্যাচে বল হাতেও তেমন কিছু করতে পারেননি। এক ওভারে সাব্বির খরচ করেন ১১ রান।
বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাটিং করে মুশফিকের নেতৃত্বাধীন ঢাকা। আগের ম্যাচে ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা সাব্বিরকে এদিন প্রমোশন দেয়া হয়। তিন নম্বরে বাটিংয়ে নেমে ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। শরিফুল ইসলামের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন।
অথচ রাজশাহীর বিপক্ষে মাঠে নামার আগের দিন বুধবার মিরপুরে অনুশীলন শেষে ঢাকার অধিনায়ক মুশফিক বলেছিলেন- আগের ম্যাচের পরাজয় থেকে শিক্ষা নিয়ে জয়ে ফিরতে চান তারা। কিন্তু বৃহস্পতিবার চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ঢাকা।
দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরতে পারেননি ওপেনার তানজিদ হাসান তামিম (২), সাব্বির রহমান রুম্মন (০), অধিনায়ক মুশফিকুর রহিম (০), আকবর আলী (১৫), শাহাদাত হোসেন (২), নাসুম আহমেদ (৮), রুবেল হোসেন (০) ও মুক্তার আলীরা (১২)। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।
সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে ১৬.২ ওভারে মাত্র ৮৮ রানে অলআউট হয় ঢাকা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
১০ বলে শূন্য সাব্বির
ছন্দে নেই জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমান রুম্মন। মার্চে মহামারী কারণে ঢাকা লিগ বন্ধ হওয়ার সাত মাস পর গত অক্টোবরে একটু রিক্স নিয়েই প্রেসিডেন্স কাপ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চার দলের বিসিবির সেই টুর্নামেন্টে মাহমুদউল্লাহর নেতৃত্বে খেলেন সাব্বির রহমান। কিন্তু চার ম্যাচ খেলেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি তিনি। চার ম্যাচে ২২, ৪*, ১০ ও ৩ রানে আউট হন সাব্বির।
গত মঙ্গলবার থেকে বিসিবি আয়োজন করেছে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ফ্রাঞ্চাইজি এ টুর্নামেন্টেও নিজের যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ সাব্বির।
প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে রাজশাহীর বিপক্ষে ৭ বলে মাত্র ৫ রানে অপরাজিত ছিলেন তিনি। অথচ সেই ম্যাচেই শেষ ওভারে মাত্র ৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ২ রানে হেরে যায় তার দল ঢাকা। সেই ম্যাচে বল হাতেও তেমন কিছু করতে পারেননি। এক ওভারে সাব্বির খরচ করেন ১১ রান।
বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাটিং করে মুশফিকের নেতৃত্বাধীন ঢাকা। আগের ম্যাচে ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা সাব্বিরকে এদিন প্রমোশন দেয়া হয়। তিন নম্বরে বাটিংয়ে নেমে ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। শরিফুল ইসলামের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন।
অথচ রাজশাহীর বিপক্ষে মাঠে নামার আগের দিন বুধবার মিরপুরে অনুশীলন শেষে ঢাকার অধিনায়ক মুশফিক বলেছিলেন- আগের ম্যাচের পরাজয় থেকে শিক্ষা নিয়ে জয়ে ফিরতে চান তারা। কিন্তু বৃহস্পতিবার চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ঢাকা।
দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরতে পারেননি ওপেনার তানজিদ হাসান তামিম (২), সাব্বির রহমান রুম্মন (০), অধিনায়ক মুশফিকুর রহিম (০), আকবর আলী (১৫), শাহাদাত হোসেন (২), নাসুম আহমেদ (৮), রুবেল হোসেন (০) ও মুক্তার আলীরা (১২)। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।
সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে ১৬.২ ওভারে মাত্র ৮৮ রানে অলআউট হয় ঢাকা।