‘ফুটবলের জন্য ম্যারাডোনা যা করেছেন, তা কখনই ভোলার নয়’
স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২০, ২২:৪৩:৩২ | অনলাইন সংস্করণ
দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে শোকাহত পুরো বিশ্ব। আর্জেন্টাইন কিংবদন্তির শোকের ছায়া বাংলাদেশেও পড়েছে। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, দিয়াগো ম্যারাডোনা সব সময় আমাদের হৃদয়ে থাকবেন।
ম্যারাডোনার মৃত্যুতে বৃহস্পতিবার কাতার থেকে সামাজিক যোগাযোগেরমাধ্যমে আবেগঘন কথাগুলো বলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
তিনি আরও বলেন, মাত্র ৬০ বছর বয়সে তিনি মারা গেছেন। সারা বিশ্বের ভক্তরাই দুঃখ পেয়েছেন। আমরা যারা ফুটবল খেলি, তাদের তো আরও বেশি খারাপ লাগছে। ম্যারাডোনাকে কেউ বলছেন আইকন, কেউ বলছেন লিজেন্ডারি। প্রত্যেকেই জানেন তার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে ১৯৮৬ সালে। ইতালি লিগে তিনি নাপোলিতে খেলেছেন। ফুটবলে তার অনেক অর্জন।
বাংলাদেশ দলের এই মিডফিল্ডার আরও বলেছেন, আর্জেন্টিনার সমর্থক ও বাংলাদেশের সমর্থক সবাই ম্যারাডোনার নামে চিৎকার করেন। তার মৃত্যু আমাদের সবার জন্যই দুঃখের। তিনি মারা গেলেও সব সময় আমাদের হৃদয়ে থাকবেন। ফুটবলের জন্য তিনি যা করেছেন, তা কখনই ভোলার নয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘ফুটবলের জন্য ম্যারাডোনা যা করেছেন, তা কখনই ভোলার নয়’
দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে শোকাহত পুরো বিশ্ব। আর্জেন্টাইন কিংবদন্তির শোকের ছায়া বাংলাদেশেও পড়েছে। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, দিয়াগো ম্যারাডোনা সব সময় আমাদের হৃদয়ে থাকবেন।
ম্যারাডোনার মৃত্যুতে বৃহস্পতিবার কাতার থেকে সামাজিক যোগাযোগেরমাধ্যমে আবেগঘন কথাগুলো বলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
তিনি আরও বলেন, মাত্র ৬০ বছর বয়সে তিনি মারা গেছেন। সারা বিশ্বের ভক্তরাই দুঃখ পেয়েছেন। আমরা যারা ফুটবল খেলি, তাদের তো আরও বেশি খারাপ লাগছে। ম্যারাডোনাকে কেউ বলছেন আইকন, কেউ বলছেন লিজেন্ডারি। প্রত্যেকেই জানেন তার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে ১৯৮৬ সালে। ইতালি লিগে তিনি নাপোলিতে খেলেছেন। ফুটবলে তার অনেক অর্জন।
বাংলাদেশ দলের এই মিডফিল্ডার আরও বলেছেন, আর্জেন্টিনার সমর্থক ও বাংলাদেশের সমর্থক সবাই ম্যারাডোনার নামে চিৎকার করেন। তার মৃত্যু আমাদের সবার জন্যই দুঃখের। তিনি মারা গেলেও সব সময় আমাদের হৃদয়ে থাকবেন। ফুটবলের জন্য তিনি যা করেছেন, তা কখনই ভোলার নয়।