ওয়ার্নারের ইনজুরি নিয়ে এ কেমন মন্তব্য রাহুলের (ভিডিও)
স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০২০, ০২:২৩:২৫ | অনলাইন সংস্করণ
দীর্ঘদিন পর সফরে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে স্রেফ উড়ে গেছে বিরাট কোহলির দল। টানা দুই ওয়ানডে হেরে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের।
যে কারণে হয়তো মাথা নষ্ট হয়ে গেছে ভারত দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুলের।
চোটাক্রান্ত অসি ওপেনার ডেভিড ওয়ার্নারকে নিয়ে এমন বেফাঁস মন্তব্য করে বসলেন লোকেশ রাহুল। যা শুনে ক্রিকেটবোদ্ধার বলছেন, স্পোর্টসম্যানশিপ স্পিরিটের নামমাত্র নেই এই ভারতীয় ক্রিকেটারের মধ্যে।
যদিও রসিকতার ছলে মন্তব্যটি করেছেন রাহুল। তবে ক্রিকেটপ্রেমীরা বলছেন, রসিকতা করতে গিয়ে চরম বোকামো করে ফেলেছেন কিংস ইলাভেন পাঞ্জাব অধিনায়ক।
ওই মন্তব্যের পর বিপাকে পড়েছেন রাহুল। তার ওপর দিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ।
উল্লেখ্য, সিডনিতে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান অসি ওপেনার ডেভিড ওয়ার্নার। যে কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। এমনকি অ্যাডিলেডে প্রথম টেস্টে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ওয়ার্নারের পরিবর্তে দলে ডাক পেয়েছেন আর্চি শর্ট। সিরিজের তৃতীয় ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে হয়তো তিনিই খেলবেন।
ওয়ানডে সিরিজ হারের পর ওয়ার্নারের চোটের প্রসঙ্গ টেনে সাংবাদিকরা রাহুলকে প্রশ্ন করেন, ‘আপনি কি শুনেছেন চোটের কারণে ওয়ার্নার সিরিজের বাইরে? ছোট ফরম্যাটে খেলবেন না তিনি। টেস্টেও অনিশ্চিত!
শুনে একটু হেসে দিয়ে রাহুল বলেন, ‘এটা অবশ্যই অস্ট্রেলিয়ার জন্য ক্ষতি। তবে আমরা চাইব ওয়ার্নার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরে না আসে। তাহলে আমাদেরই সুবিধা হবে।’
আর এমন মন্তব্যের পর পরই বিতর্কের ঝড়ে পড়েন রাহুল। অনেকের মতে, বিপক্ষ দলের খেলোয়াড়ের চোট দ্রুত সেরে না ওঠার আশাবাদ ব্যক্ত করছেন কোনে ক্রিকেটার! ক্রিকেটে কখনও এমনটা দেখা যায়নি। এটা রাহুলই প্রথম করলেন।
অনেকেই বলছেন, রসিকতা করে বলে থাকলেও ঠিক করেননি রাহুল। এটা স্পোর্টসম্যানশিপ স্পিরিটের সঙ্গে যায় না।
একজন লিখেছেন, তাহলে কী লোকেশ রাহুল মনে করেন, ওয়ার্নার ইনজুরিতে পড়লেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত জিততে পারে?
KL Rahul wouldn't mind David Warner being injured for a long time ?#AUSvIND pic.twitter.com/azHU2hlLn1
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 29, 2020
রাহুলের ওই মন্তব্যের ভিডিও পোস্ট করে এ নিয়ে টুইট করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
তারা লিখেছে, ওয়ার্নার বেশিদিন ইনজুরিতে পড়ে খেলা থেকে ছিটকে থাকলে কে এল রাহুল খুশি হবেন।
এদিকে এমন সব সমালোচনার প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি রাহুল।
তথ্যসূত্র: ইয়াহু ক্রিকেট, ইএসপিএনক্রিকইনফো
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়ার্নারের ইনজুরি নিয়ে এ কেমন মন্তব্য রাহুলের (ভিডিও)
দীর্ঘদিন পর সফরে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে স্রেফ উড়ে গেছে বিরাট কোহলির দল। টানা দুই ওয়ানডে হেরে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের।
যে কারণে হয়তো মাথা নষ্ট হয়ে গেছে ভারত দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুলের।
চোটাক্রান্ত অসি ওপেনার ডেভিড ওয়ার্নারকে নিয়ে এমন বেফাঁস মন্তব্য করে বসলেন লোকেশ রাহুল। যা শুনে ক্রিকেটবোদ্ধার বলছেন, স্পোর্টসম্যানশিপ স্পিরিটের নামমাত্র নেই এই ভারতীয় ক্রিকেটারের মধ্যে।
যদিও রসিকতার ছলে মন্তব্যটি করেছেন রাহুল। তবে ক্রিকেটপ্রেমীরা বলছেন, রসিকতা করতে গিয়ে চরম বোকামো করে ফেলেছেন কিংস ইলাভেন পাঞ্জাব অধিনায়ক।
ওই মন্তব্যের পর বিপাকে পড়েছেন রাহুল। তার ওপর দিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ।
উল্লেখ্য, সিডনিতে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান অসি ওপেনার ডেভিড ওয়ার্নার। যে কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। এমনকি অ্যাডিলেডে প্রথম টেস্টে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ওয়ার্নারের পরিবর্তে দলে ডাক পেয়েছেন আর্চি শর্ট। সিরিজের তৃতীয় ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে হয়তো তিনিই খেলবেন।
ওয়ানডে সিরিজ হারের পর ওয়ার্নারের চোটের প্রসঙ্গ টেনে সাংবাদিকরা রাহুলকে প্রশ্ন করেন, ‘আপনি কি শুনেছেন চোটের কারণে ওয়ার্নার সিরিজের বাইরে? ছোট ফরম্যাটে খেলবেন না তিনি। টেস্টেও অনিশ্চিত!
শুনে একটু হেসে দিয়ে রাহুল বলেন, ‘এটা অবশ্যই অস্ট্রেলিয়ার জন্য ক্ষতি। তবে আমরা চাইব ওয়ার্নার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরে না আসে। তাহলে আমাদেরই সুবিধা হবে।’
আর এমন মন্তব্যের পর পরই বিতর্কের ঝড়ে পড়েন রাহুল। অনেকের মতে, বিপক্ষ দলের খেলোয়াড়ের চোট দ্রুত সেরে না ওঠার আশাবাদ ব্যক্ত করছেন কোনে ক্রিকেটার! ক্রিকেটে কখনও এমনটা দেখা যায়নি। এটা রাহুলই প্রথম করলেন।
অনেকেই বলছেন, রসিকতা করে বলে থাকলেও ঠিক করেননি রাহুল। এটা স্পোর্টসম্যানশিপ স্পিরিটের সঙ্গে যায় না।
একজন লিখেছেন, তাহলে কী লোকেশ রাহুল মনে করেন, ওয়ার্নার ইনজুরিতে পড়লেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত জিততে পারে?
KL Rahul wouldn't mind David Warner being injured for a long time ?#AUSvIND pic.twitter.com/azHU2hlLn1
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 29, 2020
রাহুলের ওই মন্তব্যের ভিডিও পোস্ট করে এ নিয়ে টুইট করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
তারা লিখেছে, ওয়ার্নার বেশিদিন ইনজুরিতে পড়ে খেলা থেকে ছিটকে থাকলে কে এল রাহুল খুশি হবেন।
এদিকে এমন সব সমালোচনার প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি রাহুল।
তথ্যসূত্র: ইয়াহু ক্রিকেট, ইএসপিএন ক্রিকইনফো