বিরাট কোহলিকে স্যালুট জানালেন গম্ভীর!
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুই ওয়ানডে ম্যাচ হারের পরই বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।
কোহলির তীব্র সমালোচনা করে গম্ভীর বলেছিলেন, আমি কোহলির অধিনায়কত্বের মাথামুণ্ডু কিছুই বুঝতে পারছি না।
ওই বক্তব্যের চারদিন যেতে না যেতেই অধিনায়ক কোহলির প্রশংসায় পঞ্চমুখ গম্ভীর। এবার এবার কোহলিকে স্যালুট জানাচ্ছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে স্বদেশি লিজেন্ড শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙায় কোহলিকে স্যালুট জানান গম্ভীর।
অস্ট্রেলিয়া সফরে দল হারলেও দ্রুততম ২২ হাজার রান পূর্ণ করে সবাইকে ছাপিয়ে যান বিরাট কোহলি।
এরপর শেষ ওয়ানডেতে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ড গড়েন কোহলি।
কোহলির এমন সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত গম্ভীর।
বৃহস্পতিবার স্টার স্পোর্টসের একটি চ্যাট শোয়ে অংশ নিয়ে গম্ভীর বলেন, বিরাট কোহলি, অসাধারণ! আমি মনে করি, ও প্রতিটি সিরিজে যেভাবে খেলে, ক্রিকেট মাঠে যখন সে প্রতিদিনই যে ধরনের ইনটেনসিটি ধরে রেখেছে তা অবিশ্বাস্য। কারণ একটা সময় আমি ভেবেছিলাম যে, বিরাট কোহলির পক্ষে এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। কোনো এক পর্যায়ে সে জ্বলে উঠবে, তবে একবারও আমরা দেখেছি না যে বিরাটের মাঠে শক্তি কমেছে।
এরপর গম্ভীর যোগ করেন, আপনি যে কোনো কিছু ধরে নিতে পারেন, আপনি যা যা করতে পারেন তা বাস্তব সম্মত। তবে বিশ্বের সেরা অনুভূতিটি হল, যখন আপনি রান করবেন এবং আপনার হোটেলের ঘরে ফিরে আসবেন এবং আপনি সন্তুষ্ট হবেন না। যে আপনি আপনার দেশের জন্য কিছু করেছেন, আপনি যা করতে চেয়েছিলেন সম্ভবত, এই সমস্ত কিছুরই সংমিশ্রণ, কোহলিকে তৈরি করেছে এবং সেই জন্যই তাকে হ্যাটস অফ।
বুধবার ক্যানবেরায় মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ব্যক্তিগত ১২ হাজার রান পূরণ করেন কোহলি। এই মাইলফলক স্পর্শ করতে ২৪২ ইনিংস খেলতে হয়েছে তাকে।
আর এই রেকর্ডের দেখা পেতে বিরাটের স্বদেশি টেন্ডুলকারের লেগেছিল ৩০০ ইনিংস।
সে হিসাবে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ডটি এখন বিরাট কোহলির দখলে।
তথ্যসূত্র: ক্রিক ট্র্যাকার, জি-নিউজ
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিরাট কোহলিকে স্যালুট জানালেন গম্ভীর!
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুই ওয়ানডে ম্যাচ হারের পরই বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।
কোহলির তীব্র সমালোচনা করে গম্ভীর বলেছিলেন, আমি কোহলির অধিনায়কত্বের মাথামুণ্ডু কিছুই বুঝতে পারছি না।
ওই বক্তব্যের চারদিন যেতে না যেতেই অধিনায়ক কোহলির প্রশংসায় পঞ্চমুখ গম্ভীর। এবার এবার কোহলিকে স্যালুট জানাচ্ছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে স্বদেশি লিজেন্ড শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙায় কোহলিকে স্যালুট জানান গম্ভীর।
অস্ট্রেলিয়া সফরে দল হারলেও দ্রুততম ২২ হাজার রান পূর্ণ করে সবাইকে ছাপিয়ে যান বিরাট কোহলি।
এরপর শেষ ওয়ানডেতে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ড গড়েন কোহলি।
কোহলির এমন সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত গম্ভীর।
বৃহস্পতিবার স্টার স্পোর্টসের একটি চ্যাট শোয়ে অংশ নিয়ে গম্ভীর বলেন, বিরাট কোহলি, অসাধারণ! আমি মনে করি, ও প্রতিটি সিরিজে যেভাবে খেলে, ক্রিকেট মাঠে যখন সে প্রতিদিনই যে ধরনের ইনটেনসিটি ধরে রেখেছে তা অবিশ্বাস্য। কারণ একটা সময় আমি ভেবেছিলাম যে, বিরাট কোহলির পক্ষে এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। কোনো এক পর্যায়ে সে জ্বলে উঠবে, তবে একবারও আমরা দেখেছি না যে বিরাটের মাঠে শক্তি কমেছে।
এরপর গম্ভীর যোগ করেন, আপনি যে কোনো কিছু ধরে নিতে পারেন, আপনি যা যা করতে পারেন তা বাস্তব সম্মত। তবে বিশ্বের সেরা অনুভূতিটি হল, যখন আপনি রান করবেন এবং আপনার হোটেলের ঘরে ফিরে আসবেন এবং আপনি সন্তুষ্ট হবেন না। যে আপনি আপনার দেশের জন্য কিছু করেছেন, আপনি যা করতে চেয়েছিলেন সম্ভবত, এই সমস্ত কিছুরই সংমিশ্রণ, কোহলিকে তৈরি করেছে এবং সেই জন্যই তাকে হ্যাটস অফ।
বুধবার ক্যানবেরায় মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ব্যক্তিগত ১২ হাজার রান পূরণ করেন কোহলি। এই মাইলফলক স্পর্শ করতে ২৪২ ইনিংস খেলতে হয়েছে তাকে।
আর এই রেকর্ডের দেখা পেতে বিরাটের স্বদেশি টেন্ডুলকারের লেগেছিল ৩০০ ইনিংস।
সে হিসাবে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ডটি এখন বিরাট কোহলির দখলে।
তথ্যসূত্র: ক্রিক ট্র্যাকার, জি-নিউজ