সহজ ক্যাচ মিস করলেন কোহলি
সহজ ক্যাচ মিস করলেন কোহলি
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১৬২ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৫৬ রান করেন দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডি আর্চি শর্ট।
তবে এ জুটির বিচ্ছেদ হওয়ার কথা ছিল ৫৩ রানে। দিপক চাহারের করা সপ্তম ওভারের দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কিন্তু ফিল্ডার মনশ পান্ডিয়া সেই ক্যাচটি তালুবন্দি করতে পারেননি।
একই ওভারের ঠিক পরের বলেই ক্যাচ তুলে দেন অস্ট্রেলিয়ান ওপেনার ডি আর্চি শর্ট। সেই ক্যাচটিও লুফে নিতে পারেননি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
৩৩ রানে নতুন জীবন পেয়েও নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি অ্যারন ফিঞ্চ। এরপর দুই রান যোগ করতেই যুজবেন্দ্র চাহালের লেগ স্পিনে বিভ্রান্ত হন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ৫৬ রানে তার বিদায়ের পর এরপর ২৫ রানের ব্যবধানে নেই স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ১৭.৩ওভারের খেলা শেষে ১২৬রান। জয়ের জন্য শেষ ১৫বলে প্রয়োজন ৩৬রান।
এর আগে লোকেশ রাহুলের (৫১) ফিফটি আর রবিন্দ্র জাদেজার ২৩ বলের অপরাজিত ৪৪ রানে ভর করে ৭ উইকেটে ১৬১ রান করে ভারত।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সহজ ক্যাচ মিস করলেন কোহলি
সহজ ক্যাচ মিস করলেন কোহলি
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১৬২ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৫৬ রান করেন দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডি আর্চি শর্ট।
তবে এ জুটির বিচ্ছেদ হওয়ার কথা ছিল ৫৩ রানে। দিপক চাহারের করা সপ্তম ওভারের দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কিন্তু ফিল্ডার মনশ পান্ডিয়া সেই ক্যাচটি তালুবন্দি করতে পারেননি।
একই ওভারের ঠিক পরের বলেই ক্যাচ তুলে দেন অস্ট্রেলিয়ান ওপেনার ডি আর্চি শর্ট। সেই ক্যাচটিও লুফে নিতে পারেননি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
৩৩ রানে নতুন জীবন পেয়েও নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি অ্যারন ফিঞ্চ। এরপর দুই রান যোগ করতেই যুজবেন্দ্র চাহালের লেগ স্পিনে বিভ্রান্ত হন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ৫৬ রানে তার বিদায়ের পর এরপর ২৫ রানের ব্যবধানে নেই স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ১৭.৩ ওভারের খেলা শেষে ১২৬ রান। জয়ের জন্য শেষ ১৫ বলে প্রয়োজন ৩৬ রান।
এর আগে লোকেশ রাহুলের (৫১) ফিফটি আর রবিন্দ্র জাদেজার ২৩ বলের অপরাজিত ৪৪ রানে ভর করে ৭ উইকেটে ১৬১ রান করে ভারত।