ম্যারাডোনাকে সম্মান জানাতে নাপোলির অভিনব উদ্যোগ
স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২০, ২০:০৫:৩৯ | অনলাইন সংস্করণ
ম্যারাডোনার কারণেই বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে ইতালির নাপোলি ক্লাব। ২৫ নভেম্বর রাতে ম্যারাডোনার মৃত্যুতে আর্জেন্টিনার পর সবচেয়ে বেশি ব্যথিত নাপোলির ক্রীড়াপ্রেমীরা।
ফুটবল কিংবদন্তিকে স্মরণে রাখতেই সান পাওলো স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দিয়াগো আরমান্দো ম্যারাডোনা করতে যাচ্ছে নাপোলি। নেপলসের সিটি কাউন্সিলে সবার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন শুধু নেপলসের প্রিফেক্টরের আনুষ্ঠানিক অনুমোদন বাকি আছে।
ম্যারাডোনার মৃত্যুর পর নাপোলির মেয়র লুইগি ডি ম্যাজিস্ত্রিস প্রস্তাব দেন সান পাওলো স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ম্যারাডোনার নামে নামকরণের। সেই প্রস্তাবে সবাই সায় দেন।
এক বিবৃতিতে সিটি কাউন্সিল জানিয়েছে, ম্যারাডোনার সাত বছর নিজের প্রতিভায় নাপোলিকে সম্মানিত করেছেন। দুটি ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ উপহার দিয়েছেন। জিতিয়েছেন অসাধারণ কিছু টুর্নামেন্টের শিরোপা। যে কারণে শহরের মানুষের মনে স্থান করে নিতে সক্ষম হয়েছেন ম্যারাডোনা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ম্যারাডোনাকে সম্মান জানাতে নাপোলির অভিনব উদ্যোগ
ম্যারাডোনার কারণেই বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে ইতালির নাপোলি ক্লাব। ২৫ নভেম্বর রাতে ম্যারাডোনার মৃত্যুতে আর্জেন্টিনার পর সবচেয়ে বেশি ব্যথিত নাপোলির ক্রীড়াপ্রেমীরা।
ফুটবল কিংবদন্তিকে স্মরণে রাখতেই সান পাওলো স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দিয়াগো আরমান্দো ম্যারাডোনা করতে যাচ্ছে নাপোলি। নেপলসের সিটি কাউন্সিলে সবার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন শুধু নেপলসের প্রিফেক্টরের আনুষ্ঠানিক অনুমোদন বাকি আছে।
ম্যারাডোনার মৃত্যুর পর নাপোলির মেয়র লুইগি ডি ম্যাজিস্ত্রিস প্রস্তাব দেন সান পাওলো স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ম্যারাডোনার নামে নামকরণের। সেই প্রস্তাবে সবাই সায় দেন।
এক বিবৃতিতে সিটি কাউন্সিল জানিয়েছে, ম্যারাডোনার সাত বছর নিজের প্রতিভায় নাপোলিকে সম্মানিত করেছেন। দুটি ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ উপহার দিয়েছেন। জিতিয়েছেন অসাধারণ কিছু টুর্নামেন্টের শিরোপা। যে কারণে শহরের মানুষের মনে স্থান করে নিতে সক্ষম হয়েছেন ম্যারাডোনা।