‘মেসির মানসিক সমস্যা আছে’
লিওনেল মেসির মানসিক সমস্যা আছে বলে দাবি করেছেন জুভেন্টাসের প্রধান কোচ আন্দ্রে পিরলো। মঙ্গলবার রাত দুইটায় চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মুখোমুখি হবে জুভেন্টাস।
এই ম্যাচের কয়েক ঘণ্টা আগে জুভেন্টাসের কোচ আন্দ্রে পিরলো বলেছেন, জীবনের একটা বিশেষ মুহূর্তে রয়েছে মেসি। এই বছর ওর একটা সমস্যা হয়েছিল, আমরা সবাই জানি। বার্সায় ও থাকবে কি না, তা নিয়ে তীব্র টালবাহানা চলছিল। তবে ম্যাচে ও নিজের সেরাটাই দিয়েছে। নিজের প্রভাব বুঝিয়েছে। তাই বলব, মেসির সমস্যাটা আসলে মানসিক। এর সঙ্গে ফুটবলের কোনও সম্পর্ক নেই। তবে আমি এর বেশি কিছু বলতে চাই না। মেসি অসাধারণ এক প্রতিভা। সেটা ও বিভিন্ন সময়ে প্রমাণ করেছে।
চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম সাক্ষাতে বার্সার বিপক্ষে হেরে যায় জুভেন্টাস। করোনা আক্রান্ত হওয়ায় সেই ম্যাচে নামেননি রোনালদো। মঙ্গলরাতে ন্যূ ক্যাম্পে ইতালির ক্লাবের হয়ে খেলবেন তিনি।
বার্সেলোনার বিপক্ষে মাঠের লড়াইয়ের আগে জুভেন্টাসের কোচ বলেছেন, ম্যাচটা বে কঠিন, আমরা সুযোগ তৈরি করতে চাইব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘মেসির মানসিক সমস্যা আছে’
লিওনেল মেসির মানসিক সমস্যা আছে বলে দাবি করেছেন জুভেন্টাসের প্রধান কোচ আন্দ্রে পিরলো। মঙ্গলবার রাত দুইটায় চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মুখোমুখি হবে জুভেন্টাস।
এই ম্যাচের কয়েক ঘণ্টা আগে জুভেন্টাসের কোচ আন্দ্রে পিরলো বলেছেন, জীবনের একটা বিশেষ মুহূর্তে রয়েছে মেসি। এই বছর ওর একটা সমস্যা হয়েছিল, আমরা সবাই জানি। বার্সায় ও থাকবে কি না, তা নিয়ে তীব্র টালবাহানা চলছিল। তবে ম্যাচে ও নিজের সেরাটাই দিয়েছে। নিজের প্রভাব বুঝিয়েছে। তাই বলব, মেসির সমস্যাটা আসলে মানসিক। এর সঙ্গে ফুটবলের কোনও সম্পর্ক নেই। তবে আমি এর বেশি কিছু বলতে চাই না। মেসি অসাধারণ এক প্রতিভা। সেটা ও বিভিন্ন সময়ে প্রমাণ করেছে।
চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম সাক্ষাতে বার্সার বিপক্ষে হেরে যায় জুভেন্টাস। করোনা আক্রান্ত হওয়ায় সেই ম্যাচে নামেননি রোনালদো। মঙ্গলরাতে ন্যূ ক্যাম্পে ইতালির ক্লাবের হয়ে খেলবেন তিনি।
বার্সেলোনার বিপক্ষে মাঠের লড়াইয়ের আগে জুভেন্টাসের কোচ বলেছেন, ম্যাচটা বে কঠিন, আমরা সুযোগ তৈরি করতে চাইব।