আফিফ-হৃদয়ের ব্যাটিং তাণ্ডবে বরিশালের চ্যালেঞ্জিং স্কোর
স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২০, ১৯:৩১:৪০ | অনলাইন সংস্করণ
হৃদয়-আফিফের ব্যাটিং তাণ্ডবে বরিশালের চ্যালেঞ্জিং স্কোর
তাওহিদ হৃদয় ও আফিফ হোসেনের ব্যাটিং তাণ্ডবে ১৯৩/৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে বরিশাল। দলের হয়ে ২২ বলে দুই চার ও দৃষ্টিনন্দন চারটি ছক্কায় সর্বোচ্চ ৫১ রান করেছেন তাওহিদ হৃদয়।
২৫ বলে এক চার ৫ ছক্কায় অপরাজিত ৫০ রান করেন আফিফ হোসেন। এছাড়া ৪৩ বলে ৫০ রান করেন ওপেনার সাইফ হাসান। ১৯ রান করেন অধিনায়ক তামিম ইকবাল; আর ১৩ রানে আউট হন পারভেজ হোসেন ইমন।
হারলে বিদায় জিতলে প্লে অফ নিশ্চিত। এমন কঠিন সমীকরণের ম্যাচে শনিবার ঢাকার বিপক্ষে মিরপুর শেরেবাংলায় টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন তামিম ইকবাল ও সাইফ হাসান।
দলীয় ৫৯ রানে ফেরেন তামিম (১৯)। এরপর ২৩ রানের ব্যবধানে ফেরেন পারভেজ হোসেন ইমন (১৩)। ফিফটি তুলে নিয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান। তার আগে ৪৩ বলে ৮ চারে করেন ৫০ রান।
১৩.৪ ওভারে দলীয় ১০২ রানে তিন উইকেট পতনের পর রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান আফিফ ও তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে মাত্র ৩৮ বল খেলে ৯১ রানের জুটি গড়েন তারা। এই দুই তরুণের ব্যাটিং তাণ্ডবেই দুইশ ছুঁই ছুঁই স্কোর গড়ে বরিশাল।
প্লে অফ নিশ্চিত করতে হলে বোলিংয়ে ভালো করতে হবে বরিশালের কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, সুমন খান ও সোহরাওয়ার্দী শুভদের।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল: ২০ ওভারে ১৯৩/৩ (তাওহিদ হৃদয় ৫১*, আফিফ হোসেন ৫০*, সাইফ হাসান ৫০, তামিম ১৯, ইমন ১৩)।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আফিফ-হৃদয়ের ব্যাটিং তাণ্ডবে বরিশালের চ্যালেঞ্জিং স্কোর
হৃদয়-আফিফের ব্যাটিং তাণ্ডবে বরিশালের চ্যালেঞ্জিং স্কোর
তাওহিদ হৃদয় ও আফিফ হোসেনের ব্যাটিং তাণ্ডবে ১৯৩/৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে বরিশাল। দলের হয়ে ২২ বলে দুই চার ও দৃষ্টিনন্দন চারটি ছক্কায় সর্বোচ্চ ৫১ রান করেছেন তাওহিদ হৃদয়।
২৫ বলে এক চার ৫ ছক্কায় অপরাজিত ৫০ রান করেন আফিফ হোসেন। এছাড়া ৪৩ বলে ৫০ রান করেন ওপেনার সাইফ হাসান। ১৯ রান করেন অধিনায়ক তামিম ইকবাল; আর ১৩ রানে আউট হন পারভেজ হোসেন ইমন।
হারলে বিদায় জিতলে প্লে অফ নিশ্চিত। এমন কঠিন সমীকরণের ম্যাচে শনিবার ঢাকার বিপক্ষে মিরপুর শেরেবাংলায় টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন তামিম ইকবাল ও সাইফ হাসান।
দলীয় ৫৯ রানে ফেরেন তামিম (১৯)। এরপর ২৩ রানের ব্যবধানে ফেরেন পারভেজ হোসেন ইমন (১৩)। ফিফটি তুলে নিয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান। তার আগে ৪৩ বলে ৮ চারে করেন ৫০ রান।
১৩.৪ ওভারে দলীয় ১০২ রানে তিন উইকেট পতনের পর রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান আফিফ ও তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে মাত্র ৩৮ বল খেলে ৯১ রানের জুটি গড়েন তারা। এই দুই তরুণের ব্যাটিং তাণ্ডবেই দুইশ ছুঁই ছুঁই স্কোর গড়ে বরিশাল।
প্লে অফ নিশ্চিত করতে হলে বোলিংয়ে ভালো করতে হবে বরিশালের কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, সুমন খান ও সোহরাওয়ার্দী শুভদের।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল: ২০ ওভারে ১৯৩/৩ (তাওহিদ হৃদয় ৫১*, আফিফ হোসেন ৫০*, সাইফ হাসান ৫০, তামিম ১৯, ইমন ১৩)।