‘মেসির ওপর আস্থা না থাকলে কাজ করতে পারব না’
স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২০, ১৯:১৭:৫৬ | অনলাইন সংস্করণ
বার্সেলোনার সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের জন্য কঠোর সমালোচনার মধ্যে রয়েছেন দলটির কোচ রোনাল্ড কোম্যান। সবশেষ দুই ম্যাচে হেরেছে লিওনেল মেসিদের বার্সা।
লা লিগায় কাদিসের মতো দলের বিপক্ষে গত সপ্তাহে ২-০ গোলের ব্যবধানে হারে বার্সা। বুধবার নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে ৩-০ গোলে হারেন মেসিরা। দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে সর্বত্র সমালোচনা হচ্ছে।
টানা দুই ম্যাচে হারের পর দলটির কোচ কোম্যান বলেছেন, আমি মেসিদের ভাবনাকে সম্মান করার চেষ্টা করি। খেলোয়াড়দের কোনো সমস্যা হলে তা স্পষ্ট করে জানাতে হবে। আমি ফুটবলারদের সব সময় বলি, যদি আমাকে নিয়েও সমস্যা হয়ে তাহলে জানাতে।
কোম্যান আরও বলেছেন, ফুটবলারদের অসন্তোষের যে খবর মিডিয়ায় ফাঁস হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ফুটবলারদের ওপর আস্থা না থাকলে আমি কাজই করতে পারব না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘মেসির ওপর আস্থা না থাকলে কাজ করতে পারব না’
বার্সেলোনার সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের জন্য কঠোর সমালোচনার মধ্যে রয়েছেন দলটির কোচ রোনাল্ড কোম্যান। সবশেষ দুই ম্যাচে হেরেছে লিওনেল মেসিদের বার্সা।
লা লিগায় কাদিসের মতো দলের বিপক্ষে গত সপ্তাহে ২-০ গোলের ব্যবধানে হারে বার্সা। বুধবার নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে ৩-০ গোলে হারেন মেসিরা। দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে সর্বত্র সমালোচনা হচ্ছে।
টানা দুই ম্যাচে হারের পর দলটির কোচ কোম্যান বলেছেন, আমি মেসিদের ভাবনাকে সম্মান করার চেষ্টা করি। খেলোয়াড়দের কোনো সমস্যা হলে তা স্পষ্ট করে জানাতে হবে। আমি ফুটবলারদের সব সময় বলি, যদি আমাকে নিয়েও সমস্যা হয়ে তাহলে জানাতে।
কোম্যান আরও বলেছেন, ফুটবলারদের অসন্তোষের যে খবর মিডিয়ায় ফাঁস হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ফুটবলারদের ওপর আস্থা না থাকলে আমি কাজই করতে পারব না।