প্রথম বলেই উইকেট হারাল খুলনা
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই বিপাকে খুলনা। চট্টগ্রামের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় দলটি।
চট্টগ্রামের অফ স্পিনার নাহিদুল ইসলামের বলে মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার জহুরুল ইসলাম অমি।
শুরুর এই ধকল সামলিয়ে ওঠার আগেই উইকেট নেই ইমরুল কায়েসের। তিনিও সেই নাহিদুলের দ্বিতীয় শিকারে পরিণত হন। ৮ বলে মাত্র ৮ রান করে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যান।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন চট্টগ্রাম। গ্রুপপর্বে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে মোস্তাফিজুর রহমানদের চট্টগ্রাম।
প্রথম কোয়ালিফায়ারে এই খুলনার বিপক্ষে ৪৭ রানে হেরে যাওয়া দলটি দ্বিতীয় কোয়ালিফায়ারে মুশফিকুর রহিমের ঢাকাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে চট্টগ্রাম।
অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
আজ ফাইনালে উভয় দলই চাইবে টুর্নামেন্টের প্রথম শিরোপা নিজেদের করে নিতে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রথম বলেই উইকেট হারাল খুলনা
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই বিপাকে খুলনা। চট্টগ্রামের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় দলটি।
চট্টগ্রামের অফ স্পিনার নাহিদুল ইসলামের বলে মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার জহুরুল ইসলাম অমি।
শুরুর এই ধকল সামলিয়ে ওঠার আগেই উইকেট নেই ইমরুল কায়েসের। তিনিও সেই নাহিদুলের দ্বিতীয় শিকারে পরিণত হন। ৮ বলে মাত্র ৮ রান করে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যান।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন চট্টগ্রাম। গ্রুপপর্বে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে মোস্তাফিজুর রহমানদের চট্টগ্রাম।
প্রথম কোয়ালিফায়ারে এই খুলনার বিপক্ষে ৪৭ রানে হেরে যাওয়া দলটি দ্বিতীয় কোয়ালিফায়ারে মুশফিকুর রহিমের ঢাকাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে চট্টগ্রাম।
অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
আজ ফাইনালে উভয় দলই চাইবে টুর্নামেন্টের প্রথম শিরোপা নিজেদের করে নিতে।