নিজেদের মাঠেই ব্যাটিং বিপর্যয় অস্ট্রেলিয়ার
স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২০, ১৮:৫৫:১০ | অনলাইন সংস্করণ
ঘরের মাঠেই বিপর্যয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, জো বার্নস, ট্রাভিস হেডরা।
তাদের ব্যাটিং দৈন্যদশার কারণেই ভারতের বিপক্ষে ২৪৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯১ রানে অলআউট অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রানে অপরাজিত থাকেন অধিনায়ক টিম পেইন।
এছাড়া ৪৭ রান করেন মার্নাস লাবুশেন। দুই অঙ্কের ফিগার করতে পারেননি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও দলটির তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, জো বার্নস, ট্রাভিস হেডরা।
ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন শিকার করেন ৪ উইকেট। তিন উইকেট নেন উমেশ যাদব। আর দুই ওপেনারকে আউট করেন জসপ্রিত বুমরাহ।
শুক্রবার দ্বিতীয় দিনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯১ রানে অলআউট করে ৫৩ রানের লিড পায় ভারত। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় সফরকারী ভারত।
স্কোর বোর্ডে ৭ রান জমা করতেই ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে আউট হন পৃথ্বি শ। প্রথম ইনিংসেও প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি এই তরুণ ওপেনার। আগের ইনিংসে শূন্যরানে আউট হওয়া পৃথ্বি শ দ্বিতীয় ইনিংসে ফেরেন মাত্র ৪ রানে।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করে অধিনায়ক বিরাট কোহলির ফিফটিতে ভর করে ২৪৪ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন কোহলি। এছাড়া ৪২ ও ৪৩ রান করেন আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পুজারা। অস্ট্রেলিয়ার হয়ে একাই চার উইকেট নেন মিসেল স্টার্ক। এছাড়া তিন উইকেট নেন প্যাট কামিন্স।
ভারত ১ম ইনিংস: ২৪৪/১০ (কোহলি ৭৪, পুজারা ৪৩, রাহানে ৪২; মিসেল স্টার্ক ৪/৫৩, প্যাট কামিন্স ৩/৪৮) এবং ২য় ইনিংস: ও ৯/১
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৯১/১০ (টিম পেইন ৭৩*, লাবুশেন ৪৭; অশ্বিন ৪/৫৫, উমেশ যাদব ৩/৪০)।
দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের লিড ৬২ রান
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিজেদের মাঠেই ব্যাটিং বিপর্যয় অস্ট্রেলিয়ার
ঘরের মাঠেই বিপর্যয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, জো বার্নস, ট্রাভিস হেডরা।
তাদের ব্যাটিং দৈন্যদশার কারণেই ভারতের বিপক্ষে ২৪৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯১ রানে অলআউট অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রানে অপরাজিত থাকেন অধিনায়ক টিম পেইন।
এছাড়া ৪৭ রান করেন মার্নাস লাবুশেন। দুই অঙ্কের ফিগার করতে পারেননি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও দলটির তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, জো বার্নস, ট্রাভিস হেডরা।
ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন শিকার করেন ৪ উইকেট। তিন উইকেট নেন উমেশ যাদব। আর দুই ওপেনারকে আউট করেন জসপ্রিত বুমরাহ।
শুক্রবার দ্বিতীয় দিনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯১ রানে অলআউট করে ৫৩ রানের লিড পায় ভারত। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় সফরকারী ভারত।
স্কোর বোর্ডে ৭ রান জমা করতেই ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে আউট হন পৃথ্বি শ। প্রথম ইনিংসেও প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি এই তরুণ ওপেনার। আগের ইনিংসে শূন্যরানে আউট হওয়া পৃথ্বি শ দ্বিতীয় ইনিংসে ফেরেন মাত্র ৪ রানে।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করে অধিনায়ক বিরাট কোহলির ফিফটিতে ভর করে ২৪৪ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন কোহলি। এছাড়া ৪২ ও ৪৩ রান করেন আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পুজারা। অস্ট্রেলিয়ার হয়ে একাই চার উইকেট নেন মিসেল স্টার্ক। এছাড়া তিন উইকেট নেন প্যাট কামিন্স।
ভারত ১ম ইনিংস: ২৪৪/১০ (কোহলি ৭৪, পুজারা ৪৩, রাহানে ৪২; মিসেল স্টার্ক ৪/৫৩, প্যাট কামিন্স ৩/৪৮) এবং ২য় ইনিংস: ও ৯/১
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৯১/১০ (টিম পেইন ৭৩*, লাবুশেন ৪৭; অশ্বিন ৪/৫৫, উমেশ যাদব ৩/৪০)।
দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের লিড ৬২ রান