হঠাৎ আলোচনায় ম্যারাডোনার সেই চিঠি
সম্প্রতি প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার একটি চিঠি ফুটবলবিশ্বে হইচই ফেলে দিয়েছে।
চিঠিতে ম্যারাডোনা লিখেছিলেন– ‘লেনিনের মতো আমার দেহ সংরক্ষণ করা হোক।’
অনেকের মনে প্রশ্ন জেগেছে– মৃত্যুর আগে কি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার বিষয়টি টের পেয়েছিলেন ম্যারাডোনা!
তবে অনেক আর্জেন্টাইনের মতে, চিঠিতে নিজের শেষ ইচ্ছার কথা জানিয়ে গেছেন ম্যারাডোনা। চিঠিটি গত ১৩ অক্টোবর লিখেছিলেন ম্যারাডোনা। চিঠির নিচে তার সই রয়েছে।
ম্যারাডোনা লেখেন– ‘গভীরভাবে চিন্তা করার পর আমার ইচ্ছা যে, লেনিনের মতো আমার দেহ সংরক্ষণ করা হোক। সেখানেই রাখা থাক আমার সব ট্রফি, ব্যক্তিগত জিনিস। মানুষ এসে তাদের ভালোবাসা জানিয়ে যাক সেখানেই।’
অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সাবেক কম্যুনিস্ট নেতা ভ্লাদিমির লেনিনের মরদেহের মতোই নিজের দেহ সংরক্ষণের ইচ্ছা প্রকাশ করে গেছেন ম্যারাডোনা।
কমিউনিজমের বিপ্লব তথা রুশ বিপ্লবের পর ১৯২৪ সালে মারা যান ভ্লাদিমির লেনিন। মস্কোর রেড স্কোয়ারে তার দেহ সংরক্ষণ করা রয়েছে।
ম্যারাডোনার এমন চিঠির বিষয়ে তার আইনজীবী মারিয়ো বাউড্রি বলেন, ‘এমন ইচ্ছার বিষয়ে আমার জানা ছিল না। তবে ম্যারাডোনা চেয়েছিলেন এমন কোথাও তার সমাধি করা হোক যেখানে সব ভক্ত আসতে পারবেন। এ নিয়ে ম্যারাডোনা তার ভাইদের সঙ্গেও আলোচনা করেছিলেন।’
এদিকে এরই মধ্যে ম্যারাডোনার রেখে যাওয়া সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। পরিবারের সদস্যরা ইতিমধ্যে আইনি লড়াইয়ে জড়িয়েছেন। বিষয়টির নিষ্পত্তিতে তার মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষা করার চিন্তাভাবনা চলছে।
প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যারাডোনা। আর্জেন্টিনার ’৮৬ বিশ্বকাপ জয়ের নায়কের বয়স হয়েছিল ৬০ বছর।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হঠাৎ আলোচনায় ম্যারাডোনার সেই চিঠি
সম্প্রতি প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার একটি চিঠি ফুটবলবিশ্বে হইচই ফেলে দিয়েছে।
চিঠিতে ম্যারাডোনা লিখেছিলেন– ‘লেনিনের মতো আমার দেহ সংরক্ষণ করা হোক।’
অনেকের মনে প্রশ্ন জেগেছে– মৃত্যুর আগে কি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার বিষয়টি টের পেয়েছিলেন ম্যারাডোনা!
তবে অনেক আর্জেন্টাইনের মতে, চিঠিতে নিজের শেষ ইচ্ছার কথা জানিয়ে গেছেন ম্যারাডোনা। চিঠিটি গত ১৩ অক্টোবর লিখেছিলেন ম্যারাডোনা। চিঠির নিচে তার সই রয়েছে।
ম্যারাডোনা লেখেন– ‘গভীরভাবে চিন্তা করার পর আমার ইচ্ছা যে, লেনিনের মতো আমার দেহ সংরক্ষণ করা হোক। সেখানেই রাখা থাক আমার সব ট্রফি, ব্যক্তিগত জিনিস। মানুষ এসে তাদের ভালোবাসা জানিয়ে যাক সেখানেই।’
অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সাবেক কম্যুনিস্ট নেতা ভ্লাদিমির লেনিনের মরদেহের মতোই নিজের দেহ সংরক্ষণের ইচ্ছা প্রকাশ করে গেছেন ম্যারাডোনা।
কমিউনিজমের বিপ্লব তথা রুশ বিপ্লবের পর ১৯২৪ সালে মারা যান ভ্লাদিমির লেনিন। মস্কোর রেড স্কোয়ারে তার দেহ সংরক্ষণ করা রয়েছে।
ম্যারাডোনার এমন চিঠির বিষয়ে তার আইনজীবী মারিয়ো বাউড্রি বলেন, ‘এমন ইচ্ছার বিষয়ে আমার জানা ছিল না। তবে ম্যারাডোনা চেয়েছিলেন এমন কোথাও তার সমাধি করা হোক যেখানে সব ভক্ত আসতে পারবেন। এ নিয়ে ম্যারাডোনা তার ভাইদের সঙ্গেও আলোচনা করেছিলেন।’
এদিকে এরই মধ্যে ম্যারাডোনার রেখে যাওয়া সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। পরিবারের সদস্যরা ইতিমধ্যে আইনি লড়াইয়ে জড়িয়েছেন। বিষয়টির নিষ্পত্তিতে তার মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষা করার চিন্তাভাবনা চলছে।
প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যারাডোনা। আর্জেন্টিনার ’৮৬ বিশ্বকাপ জয়ের নায়কের বয়স হয়েছিল ৬০ বছর।