ম্যারাডোনার সম্মানে ভারতে বিশাল কেক
প্রতি বছর বড়দিন আর ইংরেজি নববর্ষ উপলক্ষে নানা আকারের কেক বানিয়ে তাক লাগিয়ে দেয় ভারতের তামিলনাড়ুর রামনাথপুরম শহরের একটি বেকারি। এবার ছয় ফুট উচ্চতার কেক বানাল দিয়াগো ম্যারাডোনার আদলে।
যেন দাঁড়িয়ে রয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ৬০ কেজি চিনি আর ২৭০টি ডিম দিয়ে তৈরি এ বিশাল আয়তনের কেক বানাতে সময় লেগেছে চার দিন।
বেকারির মালিক সতীশ রঙ্গনাথন এমন অদ্ভুত সাইজের কেক তৈরির উদ্দেশ্য তুলে ধরে বলেন, ম্যারাডোনাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তিনি চান- নতুন প্রজন্ম যেন পড়ালেখার সঙ্গে খেলাধুলায়ও আরও বেশি করে আগ্রহী হয়ে ওঠে। সারাক্ষণ স্মার্টফোন ও কম্পিউটারে ঘাড় গুঁজে না থেকে ফুটবল খেলতে মাঠে নামে।
প্রসঙ্গত গত ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছরে প্রয়াত হন ম্যারাডোনা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ম্যারাডোনার সম্মানে ভারতে বিশাল কেক
প্রতি বছর বড়দিন আর ইংরেজি নববর্ষ উপলক্ষে নানা আকারের কেক বানিয়ে তাক লাগিয়ে দেয় ভারতের তামিলনাড়ুর রামনাথপুরম শহরের একটি বেকারি। এবার ছয় ফুট উচ্চতার কেক বানাল দিয়াগো ম্যারাডোনার আদলে।
যেন দাঁড়িয়ে রয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ৬০ কেজি চিনি আর ২৭০টি ডিম দিয়ে তৈরি এ বিশাল আয়তনের কেক বানাতে সময় লেগেছে চার দিন।
বেকারির মালিক সতীশ রঙ্গনাথন এমন অদ্ভুত সাইজের কেক তৈরির উদ্দেশ্য তুলে ধরে বলেন, ম্যারাডোনাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তিনি চান- নতুন প্রজন্ম যেন পড়ালেখার সঙ্গে খেলাধুলায়ও আরও বেশি করে আগ্রহী হয়ে ওঠে। সারাক্ষণ স্মার্টফোন ও কম্পিউটারে ঘাড় গুঁজে না থেকে ফুটবল খেলতে মাঠে নামে।
প্রসঙ্গত গত ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছরে প্রয়াত হন ম্যারাডোনা।