অস্ট্রেলিয়ান ওপেনে নেই ফেদেরার
বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে বিদায়ের পর থেকেই টেনিস থেকে দূরে রয়েছেন রজার ফেদেরার।
হাঁটুতে জোড়া অস্ত্রোপচারের ধকল সামলে নতুন বছরে অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই আবার কোর্টে ফেরার কথা ছিল সুইস গ্রেটের। কিন্তু শতভাগ ফিট না হওয়ায় আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে খেলা হচ্ছে না ৩৯ বছর বয়সী ফেদেরারের।
সোমবার তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ২০০০ সালে অভিষেকের পর এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনে দেখা যাবে না ২০টি গ্র্যান্ড স্লামজয়ী সুইস তারকাকে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অস্ট্রেলিয়ান ওপেনে নেই ফেদেরার
বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে বিদায়ের পর থেকেই টেনিস থেকে দূরে রয়েছেন রজার ফেদেরার।
হাঁটুতে জোড়া অস্ত্রোপচারের ধকল সামলে নতুন বছরে অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই আবার কোর্টে ফেরার কথা ছিল সুইস গ্রেটের। কিন্তু শতভাগ ফিট না হওয়ায় আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে খেলা হচ্ছে না ৩৯ বছর বয়সী ফেদেরারের।
সোমবার তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ২০০০ সালে অভিষেকের পর এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনে দেখা যাবে না ২০টি গ্র্যান্ড স্লামজয়ী সুইস তারকাকে।