এটিই আমার স্বপ্নের প্রত্যাবর্তনের বছর: সানিয়া মির্জা
স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০২১, ১২:৪৯:৪৩ | অনলাইন সংস্করণ
দুঃসংবাদের পাল্লা ভারী করে বিদায় নিয়েছে ২০২০ সাল। করোনার কারণে বিগত বছরে অনেকেই হারিয়েছেন প্রিয়জনকে।
তবু সব দুঃখ ও হারানো বেদনা ভুলে নতুন বছরকে স্বাগত জানিয়েছে সারা বিশ্বের মানুষ।
এদিকে নতুন বছর আসার আগেই বৃহস্পতিবার ২০২০ সালকে বিদায়ী বার্তা জানান ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা।
২০২০ সালকে নিজের জন্য বিশেষ একটি বছর বলে জানালেন এই টেনিস সেনসেশন। কারণ মা হওয়ার কারণে দীর্ঘদিন বিরতিতে ছিলেন তিনি। নিজেকে ফিট করে ২০২০ সালেই টেনিস কোর্টে ফিরেছেন সানিয়া মির্জা।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সে কথাই জানালেন সানিয়া মির্জা।
ইনস্টাগ্রামে স্বামী পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ও ছেলে ইজহানের সঙ্গে ছবি পোস্ট করেন সানিয়া।
ক্যাপশনে লিখেছেন– ‘এই বছর আমরা অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তবু বছরটি আমার কাছে বিশেষ হয়েই থাকবে, মা হওয়ার পর এটিই আমার স্বপ্নের প্রত্যাবর্তনের বছর। তাই কোনো সন্দেহ নেই, ২০২০ তুমি অত্যন্ত কঠিন ছিল। মাঝে মাঝে শত্রুতাও করেছ। কিন্তু তার মধ্যেও তুমি আনন্দ খুঁজে নিতে শিখিয়েছ। তুমি আমাদের লড়াই করতে শিখিয়েছ। দূরে থেকেও কী করে কাছে থাকতে হয় শিখিয়েছ। তোমার বিরুদ্ধে লড়ার জন্য তুমি গোটা বিশ্বকে এক হতে শিখিয়েছ। এসব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তোমাকে ধন্যবাদ। সবাই নিরাপদে, সুরক্ষিত থাকুক। নতুন বছরের শুভেচ্ছা।’
তথ্যসূত্র: ইনস্টাগ্রাম।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এটিই আমার স্বপ্নের প্রত্যাবর্তনের বছর: সানিয়া মির্জা
দুঃসংবাদের পাল্লা ভারী করে বিদায় নিয়েছে ২০২০ সাল। করোনার কারণে বিগত বছরে অনেকেই হারিয়েছেন প্রিয়জনকে।
তবু সব দুঃখ ও হারানো বেদনা ভুলে নতুন বছরকে স্বাগত জানিয়েছে সারা বিশ্বের মানুষ।
এদিকে নতুন বছর আসার আগেই বৃহস্পতিবার ২০২০ সালকে বিদায়ী বার্তা জানান ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা।
২০২০ সালকে নিজের জন্য বিশেষ একটি বছর বলে জানালেন এই টেনিস সেনসেশন। কারণ মা হওয়ার কারণে দীর্ঘদিন বিরতিতে ছিলেন তিনি। নিজেকে ফিট করে ২০২০ সালেই টেনিস কোর্টে ফিরেছেন সানিয়া মির্জা।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সে কথাই জানালেন সানিয়া মির্জা।
ইনস্টাগ্রামে স্বামী পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ও ছেলে ইজহানের সঙ্গে ছবি পোস্ট করেন সানিয়া।
ক্যাপশনে লিখেছেন– ‘এই বছর আমরা অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তবু বছরটি আমার কাছে বিশেষ হয়েই থাকবে, মা হওয়ার পর এটিই আমার স্বপ্নের প্রত্যাবর্তনের বছর। তাই কোনো সন্দেহ নেই, ২০২০ তুমি অত্যন্ত কঠিন ছিল। মাঝে মাঝে শত্রুতাও করেছ। কিন্তু তার মধ্যেও তুমি আনন্দ খুঁজে নিতে শিখিয়েছ। তুমি আমাদের লড়াই করতে শিখিয়েছ। দূরে থেকেও কী করে কাছে থাকতে হয় শিখিয়েছ। তোমার বিরুদ্ধে লড়ার জন্য তুমি গোটা বিশ্বকে এক হতে শিখিয়েছ। এসব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তোমাকে ধন্যবাদ। সবাই নিরাপদে, সুরক্ষিত থাকুক। নতুন বছরের শুভেচ্ছা।’
তথ্যসূত্র: ইনস্টাগ্রাম।