শ্রীলংকা সফরে করোনা আক্রান্ত মঈন আলী
দুই টেস্টের সিরিজে অংশ নিতে রোববার শ্রীলংকা পৌঁছায় ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে আসার পরই করোনা টেস্ট দেন ইংলিশ ক্রিকেটাররা। সেই টেস্টে পজিটিভ এসেছে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলীর।
আগামী ১০ দিন মঈন আলীকে দল থেকে আলাদা থাকতে হবে। এরপর আবার টেস্ট হবে। সেই টেস্টে নেগেটিভ হলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন এই তারকা ক্রিকেটার।
মঈন আলীর মতো ইংলিশ তারকা পেসার ক্রিস ওকসের শরীরে করোনার উপসর্গ রয়েছে। তাকেও কয়েক দিন দল থেকে আলাদা থাকতে হবে।
রোববার বিশেষ চার্টার্ড বিমানে শ্রীলংকায় পৌঁছায় জো রুট ও জনি বেয়ারস্টোরা। লংকায় পৌঁছার পর ইংল্যান্ডের প্রত্যেক ক্রিকেটারকে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়।
শ্রীলংকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে- ইংল্যান্ড ক্রিকেট দল হোটেলে কোয়রেন্টিনে থাকবে। কোয়রেন্টিনে থাকার সময় ইংলিশ ক্রিকেটাররা নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবে। তবে সেখানে শ্রীলংকার কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।
আগামী ১৪ জানুয়ারি থেকে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ২২ জানুয়ারি একই ভেন্যুতে শুরু হবে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শ্রীলংকা সফরে করোনা আক্রান্ত মঈন আলী
দুই টেস্টের সিরিজে অংশ নিতে রোববার শ্রীলংকা পৌঁছায় ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে আসার পরই করোনা টেস্ট দেন ইংলিশ ক্রিকেটাররা। সেই টেস্টে পজিটিভ এসেছে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলীর।
আগামী ১০ দিন মঈন আলীকে দল থেকে আলাদা থাকতে হবে। এরপর আবার টেস্ট হবে। সেই টেস্টে নেগেটিভ হলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন এই তারকা ক্রিকেটার।
মঈন আলীর মতো ইংলিশ তারকা পেসার ক্রিস ওকসের শরীরে করোনার উপসর্গ রয়েছে। তাকেও কয়েক দিন দল থেকে আলাদা থাকতে হবে।
রোববার বিশেষ চার্টার্ড বিমানে শ্রীলংকায় পৌঁছায় জো রুট ও জনি বেয়ারস্টোরা। লংকায় পৌঁছার পর ইংল্যান্ডের প্রত্যেক ক্রিকেটারকে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়।
শ্রীলংকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে- ইংল্যান্ড ক্রিকেট দল হোটেলে কোয়রেন্টিনে থাকবে। কোয়রেন্টিনে থাকার সময় ইংলিশ ক্রিকেটাররা নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবে। তবে সেখানে শ্রীলংকার কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।
আগামী ১৪ জানুয়ারি থেকে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ২২ জানুয়ারি একই ভেন্যুতে শুরু হবে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল।