একদিনে ৪ বিশ্বরেকর্ড গড়লেন ৭১ বছরের বৃদ্ধ (ভিডিও)
স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২১, ১৫:৫২:২১ | অনলাইন সংস্করণ
বয়স ৭১। আর এই বয়সকে কেবল সংখ্যায় পরিণত করলেন রুডি ক্যান্ডলাব।
বৃদ্ধ বয়সে হার মানালেন টগবগে তরুণকেও। ভারোত্তোলনে একদিনে চারটি বিশ্বরেকর্ড গড়েছেন এই বয়সে!
ঘটনাটি গত বছরের নভেম্বর মাসের। এদিন সান দিয়েগোর ‘উসপা উত্তর আমেরিকান চ্যাম্পিয়নশিপ-২০’-এ একই দিনে একসঙ্গে চারটি বিশ্বরেকর্ড গড়েন রুডি ক্যান্ডলাব নামে এক বৃদ্ধ ভারোত্তোলক।
২৩৪ কেজি ডেডলিফ্ট, স্কোয়াট ১৯৫ কেজি ও ৩০৩ কেজি বেঞ্চ প্রেসড করে এই রেকর্ডের পালকগুলো নিজের মুকুটে জুড়েন রুডি।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে রুডিকে ভার উত্তোলনে অংশ নিতে দেখা গেছে।
ক্যাপশনে রুটি লেখেন– দিনটি খুবই ভালো ছিল। ট্রেনিং পার্টনার ও কোচদের ধন্যবাদ জানাই।
ভিডিওটি পোস্টের পর পর তা ভাইরাল হয়। বিস্ময় প্রকাশ করেন অনেকে। তাকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দেন নেটিজেনদের একাংশ।
অনেকে তাকে হিরো বলেও সম্মোধন করেন। কেউ কেউ বলেন, ৭১ বছর বয়সে এমন রেকর্ড করে তিনি তরুণদের শিক্ষা দিলেন। অনুপ্রেরণা দিলেন বয়স্কদের। ফিটনেসের ক্ষেত্রেও নজিরবিহীন দৃষ্টান্ত উপস্থাপন করলেন রুডি।
তথ্যসূত্র: জেনারেশন আয়রন ডট কম, টুইটার, ইনস্টাগ্রাম
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
একদিনে ৪ বিশ্বরেকর্ড গড়লেন ৭১ বছরের বৃদ্ধ (ভিডিও)
বয়স ৭১। আর এই বয়সকে কেবল সংখ্যায় পরিণত করলেন রুডি ক্যান্ডলাব।
বৃদ্ধ বয়সে হার মানালেন টগবগে তরুণকেও। ভারোত্তোলনে একদিনে চারটি বিশ্বরেকর্ড গড়েছেন এই বয়সে!
ঘটনাটি গত বছরের নভেম্বর মাসের। এদিন সান দিয়েগোর ‘উসপা উত্তর আমেরিকান চ্যাম্পিয়নশিপ-২০’-এ একই দিনে একসঙ্গে চারটি বিশ্বরেকর্ড গড়েন রুডি ক্যান্ডলাব নামে এক বৃদ্ধ ভারোত্তোলক।
২৩৪ কেজি ডেডলিফ্ট, স্কোয়াট ১৯৫ কেজি ও ৩০৩ কেজি বেঞ্চ প্রেসড করে এই রেকর্ডের পালকগুলো নিজের মুকুটে জুড়েন রুডি।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে রুডিকে ভার উত্তোলনে অংশ নিতে দেখা গেছে।
ক্যাপশনে রুটি লেখেন– দিনটি খুবই ভালো ছিল। ট্রেনিং পার্টনার ও কোচদের ধন্যবাদ জানাই।
ভিডিওটি পোস্টের পর পর তা ভাইরাল হয়। বিস্ময় প্রকাশ করেন অনেকে। তাকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দেন নেটিজেনদের একাংশ।
অনেকে তাকে হিরো বলেও সম্মোধন করেন। কেউ কেউ বলেন, ৭১ বছর বয়সে এমন রেকর্ড করে তিনি তরুণদের শিক্ষা দিলেন। অনুপ্রেরণা দিলেন বয়স্কদের। ফিটনেসের ক্ষেত্রেও নজিরবিহীন দৃষ্টান্ত উপস্থাপন করলেন রুডি।
তথ্যসূত্র: জেনারেশন আয়রন ডট কম, টুইটার, ইনস্টাগ্রাম