বঙ্গবন্ধু ম্যারাথনে চ্যাম্পিয়ন মরক্কোর হিশাম ও কেনিয়ার অ্যাঞ্জেলা
ক্রীড়া প্রতিবেদক
১০ জানুয়ারি ২০২১, ১৮:৩৭:০২ | অনলাইন সংস্করণ
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশ নিয়ে ছেলেদের ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন মরক্কোর হিশাম লাকোগি ও নারী ক্যাটাগরিতে কেনিয়ার অ্যাঞ্জেলা জিম।
স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ইথিওপিয়া, ফ্রান্স, কেনিয়া, বাহরাইন, মরক্কো, ইউক্রেন, বেলারুশ, মালদ্বীপ, নেপালসহ বিভিন্ন দেশের ২০০ অ্যাথলেট ফুল ও হাফ ম্যারাথনে অংশ নেন।
প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সারা পৃথিবীতে বঙ্গবন্ধু ম্যারাথনই ২০২১ সালের সবচেয়ে বড় ক্রীড়া অনুষ্ঠান। ক্রীড়াক্ষেত্রে এ ইভেন্ট একটা মাইলফলক হয়ে থাকবে।
এ ম্যারাথনের আয়োজন করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ম্যারাথন আর্মি স্টেডিয়াম থেকে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২ চত্বর, গুলশান-১ চত্বর হয়ে হাতিরঝিলে গিয়ে শেষ হয়। সেখানে দুই চক্কর ঘুরে হাফ ম্যারাথন ও পাঁচ চক্কর ঘুরে ফুল ম্যারাথন শেষ হয়।
বিভিন্ন ক্যাটাগরিতে স্বাগতিক অ্যাথলেট ছাড়াও আধিপত্য দেখিয়েছে মরক্কো, কেনিয়া ও ইথিপিওয়ার অ্যাথলেটরা।বাংলাদেশের সাধারণ দৌড়বিদদের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্যরাও ম্যারাথনে অংশ নেন।
প্রতিযোগিতায় এলিট ক্যাটাগরিতে পুরুষ বিভাগে দুই ঘণ্টা ১০ মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন মরক্কোর হিশাম লাকোহি। দুই ঘণ্টা ১০ মিনিট ৫১ সেকেন্ড সময় নিয়ে মরক্কোর আজিজ লামবাভি দ্বিতীয় এবং দুই ঘণ্টা ১৩ মিনিট ১২ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন কেনিয়ার জ্যাকব কিভেট।
এই ক্যাটাগরিতে নারীদের মধ্যে কেনিয়ার অ্যাঞ্জেলা জিম আসুন্দে দুই ঘণ্টা ২৯ মিনিট ৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম, দুই ঘণ্টা ৩২ মিনিট ৩১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন ইথিপিওয়ার ফান্তু এথিসা জিম্মা এবং তৃতীয় হওয়া ইথিপিওয়ার বিরুপ তাহিত এসেতু দিগাফফা সময় নিয়েছেন দুই ঘণ্টা ৩৫ মিনিট ১৬ সেকেন্ড।
সাফ ক্যাটাগরিতে পুরুষদের বিভাগে আধিপত্য ছিল ভারতের। তাদের বাহাদুর সিং দুই ঘণ্টা ১১ মিনিট ৩৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। নারীদের এ বিভাগে নেপালের পুষ্পা ভান্ডারি প্রথম হয়েছেন দুই ঘণ্টা ৫৯ মিনিট ৪১ সেকেন্ড সময় নিয়ে।
বাংলাদেশি রানার্স বিভাগে পুরুষদের মধ্যে দুই ঘণ্টা ৯ মিনিট ২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ফারদিন মিয়া। রানারআপ কামরুল হাসান সময় নিয়েছেন দুই ঘণ্টা ৪৮ মিনিট ৫৮ সেকেন্ড। তৃতীয়স্থান অর্জন করা ফিরোজ খান সময় নেন দুই ঘণ্টা ৪৯ মিনিট ৩০ সেকেন্ড।
হাফ ম্যারাথনে ছেলেদের মধ্যে প্রথম হন কেনিয়ার এডউইন কিপরভ। তিনি সময় নেন এক ঘণ্টা চার মিনিট ১১ সেকেন্ড। একই বিভাগে নারীদের এলিট ক্যাটাগরিতে এক ঘণ্টা ১৪ মিনিট ৪২ সেকেন্ড সময় নিয়ে সেরা হন কেনিয়ার নাউম জেবেথ।
হাফ ম্যারাথন বাংলাদেশি রানারদের মধ্যে এক ঘণ্টা ১৫ মিনিট ১৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন মো. সোহেল রানা। রানারআপ ইলাহি সর্দার সময় নেন এক ঘণ্টা ১৬ মিনিট ২০ সেকেন্ড এবং তৃতীয় হওয়া আল আমিনের টাইমিং ছিল এক ঘণ্টা ১৬ মিনিট ৩০ সেকেন্ড।
বাংলাদেশি রানার নারীদের ইভেন্টে প্রথম হয়েছেন পাপিয়া খাতুন। তিনি সময় নিয়েছেন এক ঘণ্টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ড। এক ঘণ্টা ৫০ মিনিট ২ সেকেন্ডে রানারআপ জাতীয় অ্যাথলেটিকসে স্বর্ণজয়ী সুমি আক্তার। এক ঘণ্টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে তৃতীয় হয়েছেন সারওয়াত পারভিন।
খেলা শেষে বিজয়ীদের হাতে অর্থ পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল আজিজ আহমেদ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বঙ্গবন্ধু ম্যারাথনে চ্যাম্পিয়ন মরক্কোর হিশাম ও কেনিয়ার অ্যাঞ্জেলা
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশ নিয়ে ছেলেদের ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন মরক্কোর হিশাম লাকোগি ও নারী ক্যাটাগরিতে কেনিয়ার অ্যাঞ্জেলা জিম।
স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ইথিওপিয়া, ফ্রান্স, কেনিয়া, বাহরাইন, মরক্কো, ইউক্রেন, বেলারুশ, মালদ্বীপ, নেপালসহ বিভিন্ন দেশের ২০০ অ্যাথলেট ফুল ও হাফ ম্যারাথনে অংশ নেন।
প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সারা পৃথিবীতে বঙ্গবন্ধু ম্যারাথনই ২০২১ সালের সবচেয়ে বড় ক্রীড়া অনুষ্ঠান। ক্রীড়াক্ষেত্রে এ ইভেন্ট একটা মাইলফলক হয়ে থাকবে।
এ ম্যারাথনের আয়োজন করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ম্যারাথন আর্মি স্টেডিয়াম থেকে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২ চত্বর, গুলশান-১ চত্বর হয়ে হাতিরঝিলে গিয়ে শেষ হয়। সেখানে দুই চক্কর ঘুরে হাফ ম্যারাথন ও পাঁচ চক্কর ঘুরে ফুল ম্যারাথন শেষ হয়।
বিভিন্ন ক্যাটাগরিতে স্বাগতিক অ্যাথলেট ছাড়াও আধিপত্য দেখিয়েছে মরক্কো, কেনিয়া ও ইথিপিওয়ার অ্যাথলেটরা। বাংলাদেশের সাধারণ দৌড়বিদদের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্যরাও ম্যারাথনে অংশ নেন।
প্রতিযোগিতায় এলিট ক্যাটাগরিতে পুরুষ বিভাগে দুই ঘণ্টা ১০ মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন মরক্কোর হিশাম লাকোহি। দুই ঘণ্টা ১০ মিনিট ৫১ সেকেন্ড সময় নিয়ে মরক্কোর আজিজ লামবাভি দ্বিতীয় এবং দুই ঘণ্টা ১৩ মিনিট ১২ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন কেনিয়ার জ্যাকব কিভেট।
এই ক্যাটাগরিতে নারীদের মধ্যে কেনিয়ার অ্যাঞ্জেলা জিম আসুন্দে দুই ঘণ্টা ২৯ মিনিট ৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম, দুই ঘণ্টা ৩২ মিনিট ৩১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন ইথিপিওয়ার ফান্তু এথিসা জিম্মা এবং তৃতীয় হওয়া ইথিপিওয়ার বিরুপ তাহিত এসেতু দিগাফফা সময় নিয়েছেন দুই ঘণ্টা ৩৫ মিনিট ১৬ সেকেন্ড।
সাফ ক্যাটাগরিতে পুরুষদের বিভাগে আধিপত্য ছিল ভারতের। তাদের বাহাদুর সিং দুই ঘণ্টা ১১ মিনিট ৩৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। নারীদের এ বিভাগে নেপালের পুষ্পা ভান্ডারি প্রথম হয়েছেন দুই ঘণ্টা ৫৯ মিনিট ৪১ সেকেন্ড সময় নিয়ে।
বাংলাদেশি রানার্স বিভাগে পুরুষদের মধ্যে দুই ঘণ্টা ৯ মিনিট ২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ফারদিন মিয়া। রানারআপ কামরুল হাসান সময় নিয়েছেন দুই ঘণ্টা ৪৮ মিনিট ৫৮ সেকেন্ড। তৃতীয়স্থান অর্জন করা ফিরোজ খান সময় নেন দুই ঘণ্টা ৪৯ মিনিট ৩০ সেকেন্ড।
হাফ ম্যারাথনে ছেলেদের মধ্যে প্রথম হন কেনিয়ার এডউইন কিপরভ। তিনি সময় নেন এক ঘণ্টা চার মিনিট ১১ সেকেন্ড। একই বিভাগে নারীদের এলিট ক্যাটাগরিতে এক ঘণ্টা ১৪ মিনিট ৪২ সেকেন্ড সময় নিয়ে সেরা হন কেনিয়ার নাউম জেবেথ।
হাফ ম্যারাথন বাংলাদেশি রানারদের মধ্যে এক ঘণ্টা ১৫ মিনিট ১৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন মো. সোহেল রানা। রানারআপ ইলাহি সর্দার সময় নেন এক ঘণ্টা ১৬ মিনিট ২০ সেকেন্ড এবং তৃতীয় হওয়া আল আমিনের টাইমিং ছিল এক ঘণ্টা ১৬ মিনিট ৩০ সেকেন্ড।
বাংলাদেশি রানার নারীদের ইভেন্টে প্রথম হয়েছেন পাপিয়া খাতুন। তিনি সময় নিয়েছেন এক ঘণ্টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ড। এক ঘণ্টা ৫০ মিনিট ২ সেকেন্ডে রানারআপ জাতীয় অ্যাথলেটিকসে স্বর্ণজয়ী সুমি আক্তার। এক ঘণ্টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে তৃতীয় হয়েছেন সারওয়াত পারভিন।
খেলা শেষে বিজয়ীদের হাতে অর্থ পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল আজিজ আহমেদ।