প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে বসুন্ধরার প্রতিপক্ষ বারিধারা
স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২১, ২১:২২:৫৪ | অনলাইন সংস্করণ
বুধবার শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর প্রিমিয়ার ফুটবল লিগ। প্রথমদিন মাঠে নামছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তাদের প্রতিপক্ষ উত্তর বারিধারা।
বৃহস্পতিবার বিকাল ৪টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে লিগ হওয়ার কথা থাকলেও প্রথম রাউন্ডের সব ম্যাচ হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রতিদিন একটি করে ম্যাচ।
চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের লিগের সব ম্যাচ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছাড়াও খেলা হবে কুমিল্লাহ শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম ও মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে।
লিগ শুরুর আগের দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, আমরা লিগ আয়োজনের জন্য প্রস্তুত। আমাদের বাইলজে করোনা নিয়ে গাইডলাইন রয়েছে। লিগ চলাকালে প্রতি মাসে দুবার খেলোয়াড়দের করোনা পরীক্ষা হবে। আমরা সহায়তা করব। ঢাকার বাইরের ভেন্যুগুলোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রথম রাউন্ড শেষ হওয়ার আগেই প্রথম লেগের পূর্ণাঙ্গ ফিকশ্চার দেয়া হবে।
প্রিমিয়ার লিগের ফিকশ্চার (প্রথম রাউন্ড)
১৩ জানুয়ারি : বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা (বিকাল ৪টা)
১৪ জানুয়ারি : ঢাকা আবাহনী ও পুলিশ (বিকাল ৪টা)
১৫ জানুয়ারি : শেখ রাসেল ও ব্রাদার্স ইউনিয়ন (রাত ৮টা)
১৬ জানুয়ারি : সাইফ স্পোর্টিং ও রহমতগঞ্জ (রাত ৮টা)
১৭ জানুয়ারি : মোহামেডান ও আরামবাগ (রাত ৮টা)
১৮ জানুয়ারি : শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী (বিকাল ৪টা)
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে বসুন্ধরার প্রতিপক্ষ বারিধারা
বুধবার শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর প্রিমিয়ার ফুটবল লিগ। প্রথমদিন মাঠে নামছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তাদের প্রতিপক্ষ উত্তর বারিধারা।
বৃহস্পতিবার বিকাল ৪টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে লিগ হওয়ার কথা থাকলেও প্রথম রাউন্ডের সব ম্যাচ হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রতিদিন একটি করে ম্যাচ।
চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের লিগের সব ম্যাচ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছাড়াও খেলা হবে কুমিল্লাহ শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম ও মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে।
লিগ শুরুর আগের দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, আমরা লিগ আয়োজনের জন্য প্রস্তুত। আমাদের বাইলজে করোনা নিয়ে গাইডলাইন রয়েছে। লিগ চলাকালে প্রতি মাসে দুবার খেলোয়াড়দের করোনা পরীক্ষা হবে। আমরা সহায়তা করব। ঢাকার বাইরের ভেন্যুগুলোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রথম রাউন্ড শেষ হওয়ার আগেই প্রথম লেগের পূর্ণাঙ্গ ফিকশ্চার দেয়া হবে।
প্রিমিয়ার লিগের ফিকশ্চার (প্রথম রাউন্ড)
১৩ জানুয়ারি : বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা (বিকাল ৪টা)
১৪ জানুয়ারি : ঢাকা আবাহনী ও পুলিশ (বিকাল ৪টা)
১৫ জানুয়ারি : শেখ রাসেল ও ব্রাদার্স ইউনিয়ন (রাত ৮টা)
১৬ জানুয়ারি : সাইফ স্পোর্টিং ও রহমতগঞ্জ (রাত ৮টা)
১৭ জানুয়ারি : মোহামেডান ও আরামবাগ (রাত ৮টা)
১৮ জানুয়ারি : শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী (বিকাল ৪টা)