কে হচ্ছেন তামিমের ডেপুটি?
মাশরাফি বিন মুর্তজা নেতৃত্ব ছাড়ার পরই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক করা হয় দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। বুধবার থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়েই নেতৃত্বের অধ্যায় শুরু হবে তামিমের।
উইন্ডিজের বিপক্ষে তামিম অধিনায়কত্ব করলেও তার ডেপুটি কে হচ্ছেন তা নিয়েই চলছে গুঞ্জন। শনিবার ঘোষিত ১৮ সদস্যের দলে মেনশন করা হয়নি কে হবেন সহঅধিনায়ক।
রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ঘরের মাঠে খেলা হওয়ায় আমরা সহঅধিনায়ক নিয়ে দুশ্চিন্তা করছি না। আমরা থাকব, বোর্ড পরিচালকরা থাকবেন। যে কোনো সময় আমরা এ সিদ্ধান্ত নিতে পারব।
খেলা চলাকালীন কোনো কারণে অধিনায়ক মাঠের বাইরে গেলে সহঅধিনায়ক নেতৃত্ব দিয়ে থাকেন। এ ব্যাপারে আকরাম খান বলেছেন, দলে বেশ কিছু সিনিয়র প্লেয়ার রয়েছে। এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আল্লাহ না করুক যদি এরকম কিছু হয় তাহলে সিনিয়র প্লেয়াররা তো আছেই। রিয়াদ আছে, সাকিব আছে। অভিজ্ঞ মুশফিক আছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কে হচ্ছেন তামিমের ডেপুটি?
মাশরাফি বিন মুর্তজা নেতৃত্ব ছাড়ার পরই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক করা হয় দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। বুধবার থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়েই নেতৃত্বের অধ্যায় শুরু হবে তামিমের।
উইন্ডিজের বিপক্ষে তামিম অধিনায়কত্ব করলেও তার ডেপুটি কে হচ্ছেন তা নিয়েই চলছে গুঞ্জন। শনিবার ঘোষিত ১৮ সদস্যের দলে মেনশন করা হয়নি কে হবেন সহঅধিনায়ক।
রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ঘরের মাঠে খেলা হওয়ায় আমরা সহঅধিনায়ক নিয়ে দুশ্চিন্তা করছি না। আমরা থাকব, বোর্ড পরিচালকরা থাকবেন। যে কোনো সময় আমরা এ সিদ্ধান্ত নিতে পারব।
খেলা চলাকালীন কোনো কারণে অধিনায়ক মাঠের বাইরে গেলে সহঅধিনায়ক নেতৃত্ব দিয়ে থাকেন। এ ব্যাপারে আকরাম খান বলেছেন, দলে বেশ কিছু সিনিয়র প্লেয়ার রয়েছে। এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আল্লাহ না করুক যদি এরকম কিছু হয় তাহলে সিনিয়র প্লেয়াররা তো আছেই। রিয়াদ আছে, সাকিব আছে। অভিজ্ঞ মুশফিক আছে।