জাতীয় দলের গোলকিপিং কোচ বিপ্লব
বাংলাদেশ ফুটবল দলের গোলকিপিং কোচ হিসেবে এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন সাবেক গোলকিপার বিপ্লব ভট্টাচার্য্য।
পেশাদার ফুটবল থেকে অবসরের পর দুই মৌসুম শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গোলকিপিং কোচ ছিলেন বিপ্লব। জাতীয় দলের দায়িত্ব পাওয়াটা তার কাছে স্বপ্নপূরণের মতো।
সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই সাবেক গোলকিপার বলেন, জাতীয় দলের গোলকিপিং কোচ হব, এটা ছিল আমার কাছে স্বপ্নের মতো। আমি জাতীয় দলের জন্যই ক্লাবের কোচিং ছেড়ে দিয়েছি। আমার চুক্তি এক বছরের। একজন ফুটবলার হিসেবে দীর্ঘ ক্যারিয়ার আমার। সবার একটা স্বপ্ন থাকে। এত বছর খেলেছি। আমার অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভালোমানের গোলকিপার বের করে আনাব। গোলকিপিং কোচিংয়ের ‘এ’ লাইসেন্স সম্পন্ন করা বিপ্লব ‘বি’ লাইসেন্স সার্টিফিকেট পাওয়ার অপেক্ষায়।
বিপ্লব ভট্টাচার্য্য ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত গোলপোস্টে অতন্ত্র প্রহরী ছিলেন। খেলেছেন টানা আটটি সাফ চ্যাম্পিয়নশিপ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জাতীয় দলের গোলকিপিং কোচ বিপ্লব
বাংলাদেশ ফুটবল দলের গোলকিপিং কোচ হিসেবে এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন সাবেক গোলকিপার বিপ্লব ভট্টাচার্য্য।
পেশাদার ফুটবল থেকে অবসরের পর দুই মৌসুম শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গোলকিপিং কোচ ছিলেন বিপ্লব। জাতীয় দলের দায়িত্ব পাওয়াটা তার কাছে স্বপ্নপূরণের মতো।
সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই সাবেক গোলকিপার বলেন, জাতীয় দলের গোলকিপিং কোচ হব, এটা ছিল আমার কাছে স্বপ্নের মতো। আমি জাতীয় দলের জন্যই ক্লাবের কোচিং ছেড়ে দিয়েছি। আমার চুক্তি এক বছরের। একজন ফুটবলার হিসেবে দীর্ঘ ক্যারিয়ার আমার। সবার একটা স্বপ্ন থাকে। এত বছর খেলেছি। আমার অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভালোমানের গোলকিপার বের করে আনাব। গোলকিপিং কোচিংয়ের ‘এ’ লাইসেন্স সম্পন্ন করা বিপ্লব ‘বি’ লাইসেন্স সার্টিফিকেট পাওয়ার অপেক্ষায়।
বিপ্লব ভট্টাচার্য্য ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত গোলপোস্টে অতন্ত্র প্রহরী ছিলেন। খেলেছেন টানা আটটি সাফ চ্যাম্পিয়নশিপ।