৩৬ রানে অলআউট সেই ভারতই এখন প্রশংসায় ভাসছে
স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২১, ১৯:৩৭:১৫ | অনলাইন সংস্করণ
অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে ৩৬ রানের লজ্জায় পড়ে সমালোচিত হওয়া ভারতীয় ক্রিকেট দলই এখন প্রশংসায় ভাসছে।
চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় বাজেভাবে হারলেও মেলবোর্নে দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে ভারত। সিডনিতে তৃতীয় টেস্টে পরজায়ের শঙ্কা এড়িয়ে ড্র করে প্রশংসা কুড়ায় আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন দলটি।
ব্রিসবেনের গ্যাবায় সিরিজ নির্ধারণী টেস্টে চতুর্থ ইনিংসে ৩২৮ রানের বিশাল টার্গেট তাড়া করে ঐতিহাসিক জয় পায় ভারত। যে মাঠে অতীতে চতুর্থ ইনিংসে কোনো দল ২৫০ রানের বেশি টার্গেট তাড়া করতে পারেনি, সেখানেই ভারত তাড়া করে ৩২৮ রান।
শুধু তাই নয়, যে গ্যাবায় অতীতে সফরকারী কোনো দল জয় পায়নি, সেই মাঠেই জয়ের রেকর্ড গড়ে ভারত। ৩৬ রানের লজ্জায় সমালোচিত ভারত গ্যাবায় ইতিহাস গড়ে সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।
খাদের কিনারা থেকে ভারতীয় দলের এমন ক্যামব্যাক মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। তাইতো দেশে-বিদেশে প্রশংসিত ভারতীয় ক্রিকেট দল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
৩৬ রানে অলআউট সেই ভারতই এখন প্রশংসায় ভাসছে
অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে ৩৬ রানের লজ্জায় পড়ে সমালোচিত হওয়া ভারতীয় ক্রিকেট দলই এখন প্রশংসায় ভাসছে।
চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় বাজেভাবে হারলেও মেলবোর্নে দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে ভারত। সিডনিতে তৃতীয় টেস্টে পরজায়ের শঙ্কা এড়িয়ে ড্র করে প্রশংসা কুড়ায় আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন দলটি।
ব্রিসবেনের গ্যাবায় সিরিজ নির্ধারণী টেস্টে চতুর্থ ইনিংসে ৩২৮ রানের বিশাল টার্গেট তাড়া করে ঐতিহাসিক জয় পায় ভারত। যে মাঠে অতীতে চতুর্থ ইনিংসে কোনো দল ২৫০ রানের বেশি টার্গেট তাড়া করতে পারেনি, সেখানেই ভারত তাড়া করে ৩২৮ রান।
শুধু তাই নয়, যে গ্যাবায় অতীতে সফরকারী কোনো দল জয় পায়নি, সেই মাঠেই জয়ের রেকর্ড গড়ে ভারত। ৩৬ রানের লজ্জায় সমালোচিত ভারত গ্যাবায় ইতিহাস গড়ে সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।
খাদের কিনারা থেকে ভারতীয় দলের এমন ক্যামব্যাক মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। তাইতো দেশে-বিদেশে প্রশংসিত ভারতীয় ক্রিকেট দল।