একধাপ পেছালেন কোহলি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ ঘোষিত টেস্ট র্যাংকিংয়ে একধাপ পিছিয়ে গেলেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।
বুধবার প্রকাশিত র্যাংকিংয়ে দেখা যায়, ব্যাটসম্যানদের মধ্যে চার নম্বর পজিশনে রয়েছেন ভারতীয় অধিনায়ক কোহলি। এক নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ফর্মে ফেরা অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ রয়েছেন টেস্ট র্যাকিংয়ের দুই নম্বর পজিশনে।
তিনি রয়েছেন এ সময়ের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান অজি তারকা মার্নাস লাবুশেন।
সদ্য শেষ হওয়া ব্রিসবেনের গ্যাবা টেস্টে ভারতের রেকর্ড জয়ের নায়ক ঋষভ পন্থ উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ১৩ নম্বর পজিশনে।
বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা পেসার পেট কামিন্স। দুইয়ে ইংল্যান্ডের স্টুয়ার্ড ব্রড। তিনে নিউজিল্যান্ডের নিল ওয়াগনার।
আর অলরাউন্ড র্যাংকিংয়ে শীর্ষে ইংল্যান্ড তারকা বেন স্টোকস, দ্বিতীয় পজিশনে ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার, তিনে ভারতীয় অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। তবে দীর্ঘদিন টেস্ট ম্যাচ না খেলেও চার নম্বর পজিশনে রয়েছেন বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
একধাপ পেছালেন কোহলি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ ঘোষিত টেস্ট র্যাংকিংয়ে একধাপ পিছিয়ে গেলেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।
বুধবার প্রকাশিত র্যাংকিংয়ে দেখা যায়, ব্যাটসম্যানদের মধ্যে চার নম্বর পজিশনে রয়েছেন ভারতীয় অধিনায়ক কোহলি। এক নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ফর্মে ফেরা অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ রয়েছেন টেস্ট র্যাকিংয়ের দুই নম্বর পজিশনে।
তিনি রয়েছেন এ সময়ের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান অজি তারকা মার্নাস লাবুশেন।
সদ্য শেষ হওয়া ব্রিসবেনের গ্যাবা টেস্টে ভারতের রেকর্ড জয়ের নায়ক ঋষভ পন্থ উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ১৩ নম্বর পজিশনে।
বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা পেসার পেট কামিন্স। দুইয়ে ইংল্যান্ডের স্টুয়ার্ড ব্রড। তিনে নিউজিল্যান্ডের নিল ওয়াগনার।
আর অলরাউন্ড র্যাংকিংয়ে শীর্ষে ইংল্যান্ড তারকা বেন স্টোকস, দ্বিতীয় পজিশনে ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার, তিনে ভারতীয় অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। তবে দীর্ঘদিন টেস্ট ম্যাচ না খেলেও চার নম্বর পজিশনে রয়েছেন বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।