ফুলেল শুভেচ্ছায় সিক্ত ভারতীয় ক্রিকেট দল
অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে ৩৬ রানের লজ্জায় পড়া ভারত দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চার টেস্টের সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। অজিদের মাঠে তারুণ্যনির্ভর ভারতীয় ক্রিকেট দলের এমন নান্দনিক পারফরম্যান্সে মুগ্ধ পুরো বিশ্ব।
ব্রিসবেনের গ্যাবা টেস্টে অতীতের সব রেকর্ড ভেঙে ঐতিহাসিক জয় পায় ভারত। যে গ্যাবায় অতীতে কোনো দল ২৩৬ রানের বেশি টার্গেট তাড়া করতে পারেনি, সেই গ্যাবায়ই চতুর্থ ইনিংসে ৩২৮ রানের বিশাল টার্গেট তাড়া করে জয়ের নজির স্থাপন করেছে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।
অথচ ঐতিহাসিক এই জয়ে ছিলেন না ভারতীয় এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলি। তিনি অ্যাডিলেডে ৩৬ রানের লজ্জার ইতিহাসের পরই সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারতে ফেরেন।
অস্ট্রেলিয়া সফরে গেলেও চোটের কারণে সিরিজের চতুর্থ টেস্টে খেলা হয়নি ভারতের এক নম্বর বোলার যশপ্রীত বুমরাহর। দলে থাকলেও খেলা হয়নি তারকা পেসার মোহাম্মদ সামি ও উমেশ যাদবের।
শুধু তাই নয়, তৃতীয় ও চতুর্থ টেস্টের স্কোয়াডে থাকলেও চোটের কারণে খেলা হয়নি ভারতীয় তারকা ব্যাটসম্যান লোকেশ রাহুলের।
বিরাট কোহলি, লোকেশ রাহুল, যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সামির মতো তারকা ক্রিকেটাদের ছাড়াই তারুণ্যনির্ভর দল নিয়ে গ্যাবায় টেস্ট জয়ের ইতিহাস গড়ে ভারত।
গ্যাবায় ভারতের এমন অবিশ্বাস্য জয়ে নেতৃত্ব দেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। তার এমন নেতৃত্বগুণে মুগ্ধ পুরো ভারত।
তাই তো অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পর ভারতীয় ক্রিকেট দলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
The 'Ajinkya' returns home ?
— Delhi Capitals (@DelhiCapitals) January 21, 2021
?️ | A hero's welcome for @ajinkyarahane88 after a historic Test series win Down Under ???#YehHaiNayiDilli #AUSvIND
Disclaimer: Please wear a mask and maintain social distancing. pic.twitter.com/cf1jEkgsKX
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফুলেল শুভেচ্ছায় সিক্ত ভারতীয় ক্রিকেট দল
অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে ৩৬ রানের লজ্জায় পড়া ভারত দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চার টেস্টের সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। অজিদের মাঠে তারুণ্যনির্ভর ভারতীয় ক্রিকেট দলের এমন নান্দনিক পারফরম্যান্সে মুগ্ধ পুরো বিশ্ব।
ব্রিসবেনের গ্যাবা টেস্টে অতীতের সব রেকর্ড ভেঙে ঐতিহাসিক জয় পায় ভারত। যে গ্যাবায় অতীতে কোনো দল ২৩৬ রানের বেশি টার্গেট তাড়া করতে পারেনি, সেই গ্যাবায়ই চতুর্থ ইনিংসে ৩২৮ রানের বিশাল টার্গেট তাড়া করে জয়ের নজির স্থাপন করেছে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।
অথচ ঐতিহাসিক এই জয়ে ছিলেন না ভারতীয় এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলি। তিনি অ্যাডিলেডে ৩৬ রানের লজ্জার ইতিহাসের পরই সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারতে ফেরেন।
অস্ট্রেলিয়া সফরে গেলেও চোটের কারণে সিরিজের চতুর্থ টেস্টে খেলা হয়নি ভারতের এক নম্বর বোলার যশপ্রীত বুমরাহর। দলে থাকলেও খেলা হয়নি তারকা পেসার মোহাম্মদ সামি ও উমেশ যাদবের।
শুধু তাই নয়, তৃতীয় ও চতুর্থ টেস্টের স্কোয়াডে থাকলেও চোটের কারণে খেলা হয়নি ভারতীয় তারকা ব্যাটসম্যান লোকেশ রাহুলের।
বিরাট কোহলি, লোকেশ রাহুল, যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সামির মতো তারকা ক্রিকেটাদের ছাড়াই তারুণ্যনির্ভর দল নিয়ে গ্যাবায় টেস্ট জয়ের ইতিহাস গড়ে ভারত।
গ্যাবায় ভারতের এমন অবিশ্বাস্য জয়ে নেতৃত্ব দেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। তার এমন নেতৃত্বগুণে মুগ্ধ পুরো ভারত।
তাই তো অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পর ভারতীয় ক্রিকেট দলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
The 'Ajinkya' returns home ?
— Delhi Capitals (@DelhiCapitals) January 21, 2021
?️ | A hero's welcome for @ajinkyarahane88 after a historic Test series win Down Under ???#YehHaiNayiDilli #AUSvIND
Disclaimer: Please wear a mask and maintain social distancing. pic.twitter.com/cf1jEkgsKX