সাইফের কাছে হার মোহামেডানের
আরামবাগকে ৩-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ শুরু করা মোহামেডান, কুমিল্লায় নিজেদের হোম ভেন্যুতে হেরে গেল সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে।
রহমতগঞ্জের সঙ্গে ড্র করে পয়েন্ট হারানো সাইফ, বৃহস্পতিবার কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে যেন ম্যাচ জয়ের পণ করেই খেলতে নামে।
খেলার ৪০ মিনিটে আরিফুর রহমানের গোলে ১-০তে এগিয়ে যায় সাইফ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন সাইফের নাইজেরিয়ান মিডফিল্ডার জন ওকোলি (২-০)।
দুই গোলে পিছিয়ে থাকা মোহাডেমান খেলার ৬১ মিনিটে অধিনায়ক জাপানি মিডফিল্ডার উরিও নাগাতার গোলে ব্যবধান কিছুটা কমায়। এরপর শত চেষ্টা করেও আর গোল করতে পারেনি মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটি। ২-১ গোলের জয়ে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সাইফ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাইফের কাছে হার মোহামেডানের
আরামবাগকে ৩-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ শুরু করা মোহামেডান, কুমিল্লায় নিজেদের হোম ভেন্যুতে হেরে গেল সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে।
রহমতগঞ্জের সঙ্গে ড্র করে পয়েন্ট হারানো সাইফ, বৃহস্পতিবার কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে যেন ম্যাচ জয়ের পণ করেই খেলতে নামে।
খেলার ৪০ মিনিটে আরিফুর রহমানের গোলে ১-০তে এগিয়ে যায় সাইফ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন সাইফের নাইজেরিয়ান মিডফিল্ডার জন ওকোলি (২-০)।
দুই গোলে পিছিয়ে থাকা মোহাডেমান খেলার ৬১ মিনিটে অধিনায়ক জাপানি মিডফিল্ডার উরিও নাগাতার গোলে ব্যবধান কিছুটা কমায়। এরপর শত চেষ্টা করেও আর গোল করতে পারেনি মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটি। ২-১ গোলের জয়ে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সাইফ।