দলে জায়গা পেতে নতুন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোহলিদের
স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২১, ১৪:৫৮:৩১ | অনলাইন সংস্করণ
সবশেষ অস্ট্রেলিয়া সফরে গিয়ে চোটে জর্জরিত ভারতীয় ক্রিকেট দল। চোটকে সঙ্গী করে সিডনিতে প্রথম টেস্টে ৩৬ রানের ইনিংস গুটানোর লজ্জায় পড়া ভারত দারুণভাবে ঘুরে দাঁড়ায় পরের দুটি টেস্টে। তৃতীয় টেস্টে ব্রিসবেনে শেষ ইনিংসে ৩২৮ রানের টার্গেট অতিক্রম করে শেষ পর্যন্ত সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।
বিরাট কোহলি, লোকেশ রাহুল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামির মতো তারকাদের ছাড়াই তারুণ্যনির্ভর দল গিয়ে অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনের গ্যাবায় রেকর্ড ৩২৮ রান তাড়া করে জয়ের ইতিহাস গড়ে ভারত।
তবে সফরে গিয়ে চোটাক্রান্ত হয়ে একের পর এক তারকা ক্রিকেটার ছিটকে যাওয়ায় প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির সম্মুক্ষীণ হতে না হয় সে জন্য কঠিন এক ক্রিকেট পরীক্ষা চালু করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এখন থেকে জাতীয় দল ঘোষণার আগে ফিটনেস টেস্টে প্রত্যেক ক্রিকেটারকে দুই কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে হবে। সেই পরীক্ষায় নিজেকে শারীরিকভাবে ফিট প্রমাণিত করতে পারলেই মিলবে জাতীয় দলে খেলার সুযোগ।
এতদিন ইয়ো ইয়ো টেস্টের ভিত্তিতে জাতীয় দলে খেলার ছাড়পত্র দেওয়া হতো কোহলিদের। এবার সেই ইয়ো ইয়ো টেস্টের সঙ্গে যুক্ত হচ্ছে দুই কিলোমিটার দৌড়। পেসারদের ৮ মিনিট ১৫ সেকেন্ড আর ব্যাটসম্যান-কিপারদের ৮ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে এই ‘স্পিড অ্যান্ড এনডিয়েরেন্স টেস্টে’ উর্ত্তীর্ণ হতে হবে।
এ ব্যাপারে বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এখন যে ফিটনেস পরীক্ষা নেওয়া হয়, তার জন্য আমাদের ক্রিকেটারদের ফিটনেস অনেকটাই বেড়ে গেছে। এবার আমাদের চেষ্টা সেটিকেও অতিক্রম করে যাওয়ার। নতুন এই পরীক্ষায় ক্রিকেটারদের ফিটনেস আরও বেড়ে যাবে। প্রতি বছর বোর্ড উন্নতির চেষ্টা করবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দলে জায়গা পেতে নতুন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোহলিদের
সবশেষ অস্ট্রেলিয়া সফরে গিয়ে চোটে জর্জরিত ভারতীয় ক্রিকেট দল। চোটকে সঙ্গী করে সিডনিতে প্রথম টেস্টে ৩৬ রানের ইনিংস গুটানোর লজ্জায় পড়া ভারত দারুণভাবে ঘুরে দাঁড়ায় পরের দুটি টেস্টে। তৃতীয় টেস্টে ব্রিসবেনে শেষ ইনিংসে ৩২৮ রানের টার্গেট অতিক্রম করে শেষ পর্যন্ত সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।
বিরাট কোহলি, লোকেশ রাহুল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামির মতো তারকাদের ছাড়াই তারুণ্যনির্ভর দল গিয়ে অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনের গ্যাবায় রেকর্ড ৩২৮ রান তাড়া করে জয়ের ইতিহাস গড়ে ভারত।
তবে সফরে গিয়ে চোটাক্রান্ত হয়ে একের পর এক তারকা ক্রিকেটার ছিটকে যাওয়ায় প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির সম্মুক্ষীণ হতে না হয় সে জন্য কঠিন এক ক্রিকেট পরীক্ষা চালু করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এখন থেকে জাতীয় দল ঘোষণার আগে ফিটনেস টেস্টে প্রত্যেক ক্রিকেটারকে দুই কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে হবে। সেই পরীক্ষায় নিজেকে শারীরিকভাবে ফিট প্রমাণিত করতে পারলেই মিলবে জাতীয় দলে খেলার সুযোগ।
এতদিন ইয়ো ইয়ো টেস্টের ভিত্তিতে জাতীয় দলে খেলার ছাড়পত্র দেওয়া হতো কোহলিদের। এবার সেই ইয়ো ইয়ো টেস্টের সঙ্গে যুক্ত হচ্ছে দুই কিলোমিটার দৌড়। পেসারদের ৮ মিনিট ১৫ সেকেন্ড আর ব্যাটসম্যান-কিপারদের ৮ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে এই ‘স্পিড অ্যান্ড এনডিয়েরেন্স টেস্টে’ উর্ত্তীর্ণ হতে হবে।
এ ব্যাপারে বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এখন যে ফিটনেস পরীক্ষা নেওয়া হয়, তার জন্য আমাদের ক্রিকেটারদের ফিটনেস অনেকটাই বেড়ে গেছে। এবার আমাদের চেষ্টা সেটিকেও অতিক্রম করে যাওয়ার। নতুন এই পরীক্ষায় ক্রিকেটারদের ফিটনেস আরও বেড়ে যাবে। প্রতি বছর বোর্ড উন্নতির চেষ্টা করবে।