লিটনের পর সাজঘরে শান্ত
ওয়েস্ট ইন্ডিজ তরুণদের গড়া দলের বিপক্ষেই করুণ অবস্থা লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর।
জাতীয় দলের ওপেনার লিটন দুই ম্যাচে দুই ম্যাচের অভিজ্ঞ আকিল হোসেনের বলে বিভ্রান্ত। তিনে ব্যাটিংয়ে নামা শান্তরও একই অবস্থা। প্রথম ম্যাচে ১ রানে আউট হওয়া শান্ত শুক্রবার ফেরেন মাত্র ১৭ রানে।
আগের ম্যাচে আকিল হোসেনের স্পিনের শিকার হওয়া শান্ত শুক্রবার ফেরেন জেসন মোহাম্মদের অফ স্পিনে।
জাতীয় দলের এই টপঅর্ডার দুই ব্যাটসম্যানের স্পিন দুর্বলতা প্রকাশ পেয়েছে ক্যারিবীয় সিরিজে।
শুক্রবার আগে ব্যাট করে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১৪৮ রানে অলআউট উইন্ডিজ।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৩০ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন লিটন (২২)। তিন নম্বর পজিশনেব্যাটিংয়ে নেমে দলীয় ৭৭ রানে আউট নাজমুল হোসেন শান্ত। সাজঘরে ফেরার আগে ২৬ বলে করেন ১৭ রান।
এরিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২৬ওভারে খেলা শেষে ২ উইকেট হারিয়ে ১০৬রান। জয়ের জন্য শেষ ২৬ওভারে প্রয়োজন ৪৩রান। ৪৯ও ১৬রানে ব্যাট করছেন তামিম-সাকিব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লিটনের পর সাজঘরে শান্ত
ওয়েস্ট ইন্ডিজ তরুণদের গড়া দলের বিপক্ষেই করুণ অবস্থা লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর।
জাতীয় দলের ওপেনার লিটন দুই ম্যাচে দুই ম্যাচের অভিজ্ঞ আকিল হোসেনের বলে বিভ্রান্ত। তিনে ব্যাটিংয়ে নামা শান্তরও একই অবস্থা। প্রথম ম্যাচে ১ রানে আউট হওয়া শান্ত শুক্রবার ফেরেন মাত্র ১৭ রানে।
আগের ম্যাচে আকিল হোসেনের স্পিনের শিকার হওয়া শান্ত শুক্রবার ফেরেন জেসন মোহাম্মদের অফ স্পিনে।
জাতীয় দলের এই টপঅর্ডার দুই ব্যাটসম্যানের স্পিন দুর্বলতা প্রকাশ পেয়েছে ক্যারিবীয় সিরিজে।
শুক্রবার আগে ব্যাট করে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১৪৮ রানে অলআউট উইন্ডিজ।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৩০ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন লিটন (২২)। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭৭ রানে আউট নাজমুল হোসেন শান্ত। সাজঘরে ফেরার আগে ২৬ বলে করেন ১৭ রান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২৬ ওভারে খেলা শেষে ২ উইকেট হারিয়ে ১০৬ রান। জয়ের জন্য শেষ ২৬ ওভারে প্রয়োজন ৪৩ রান। ৪৯ ও ১৬ রানে ব্যাট করছেন তামিম-সাকিব।