পাকিস্তানের নারী দলও ব্যাটিং বিপর্যয়ে
পাকিস্তানের জাতীয় দলের মতো নারী দলও ব্যাটিং বিপর্যয়ে। বাবর আজমরা ঘরের মাঠ করাচি টেস্টে কুইন্টন ডি ককের নেতৃত্বাধীন আফ্রিকার করা ২২০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৩ রানে হারিয়েছে ৪ উইকেট।
একই দিনে পাকিস্তানের নারী ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সফরে ডারবানে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় হেরে আগেই সিরিজ খুইয়েছে পাকিস্তান। সিরিজের তৃতীয় ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে নেমেও বিপাকে।
আফ্রিকার নারী দলকে ২০১ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমেই বিপকে পড়ে যায় পাকিস্তান। ১২ রানে দুই উইকেট হারানো দলটি ৪৪ রানে হারায় ৩ উইকেট। এরপর ২ রানের ব্যবধানে নেই আরও ২ উইকেট।
২০২ রানের টার্গেট তাড়ায় ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পাকিস্তান। দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করছেন আলিয়া রিয়াজ ও সিদরা নেওয়াজ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৬ ওভারের খেলা শেষে পাকিস্তান নারী দলের সংগ্রহ ৬ উইকেটে১১২রান। জয়ের জন্য শেষ ১৪ ওভারে প্রয়োজন ৯০ রান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পাকিস্তানের নারী দলও ব্যাটিং বিপর্যয়ে
পাকিস্তানের জাতীয় দলের মতো নারী দলও ব্যাটিং বিপর্যয়ে। বাবর আজমরা ঘরের মাঠ করাচি টেস্টে কুইন্টন ডি ককের নেতৃত্বাধীন আফ্রিকার করা ২২০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৩ রানে হারিয়েছে ৪ উইকেট।
একই দিনে পাকিস্তানের নারী ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সফরে ডারবানে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় হেরে আগেই সিরিজ খুইয়েছে পাকিস্তান। সিরিজের তৃতীয় ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে নেমেও বিপাকে।
আফ্রিকার নারী দলকে ২০১ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমেই বিপকে পড়ে যায় পাকিস্তান। ১২ রানে দুই উইকেট হারানো দলটি ৪৪ রানে হারায় ৩ উইকেট। এরপর ২ রানের ব্যবধানে নেই আরও ২ উইকেট।
২০২ রানের টার্গেট তাড়ায় ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পাকিস্তান। দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করছেন আলিয়া রিয়াজ ও সিদরা নেওয়াজ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৬ ওভারের খেলা শেষে পাকিস্তান নারী দলের সংগ্রহ ৬ উইকেটে ১১২ রান। জয়ের জন্য শেষ ১৪ ওভারে প্রয়োজন ৯০ রান।