আইপিএলের জন্য পেছাল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২১, ২১:১১:১৬ | অনলাইন সংস্করণ
মহামারি করোনার দোহাই দিয়ে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছর পিছিয়ে দেওয়া হলেও একই সময়ে আইপিএল আয়োজনে কোনো সমস্যা হয়নি।
অনেকেই মনে করেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চাপে আইপিএলের জন্য ফাঁকা সময় বের করতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেয় আইসিসি। ধারণাটা যে একেবারে অযৌক্তিক নয়, মঙ্গলবার তার প্রমাণ মিলল।
আইপিএলের স্বার্থেই আট দিন পিছিয়ে দেওয়া হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের ফাইনাল। সূচি অনুযায়ী আগামী ১০ জুন লর্ডসে শুরু হওয়ার কথা ছিল ফাইনাল। সূচি এখনও চূড়ান্ত না হলেও একই সময়ে আইপিএলের আগামী আসরের ফাইনাল হওয়ার কথা রয়েছে।
যে কারণে আইপিএলের সূচি পরিবর্তন না করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আট দিন পিছিয়ে ১৮ জুন শুরুর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বার্তা সংস্থা পিটিআইকে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় বোর্ডের একটি সূত্র।
যদিও লর্ডসের ফাইনাল পেছানোর কারণ হিসেবে বলা হয়েছে- কোয়ারেন্টিনের জটিলতা এড়াতেই এ সিদ্ধান্ত। বাস্তবে ভারতই এতে সবচেয়ে বেশি লাভবান হবে।
আইপিএল শেষে ফাইনালের প্রস্তুতির জন্য বাড়তি কয়েকটা দিন পাবেন কোহলিরা। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন চার টেস্টের হোম সিরিজ ২-০ ব্যবধানে জিতলেই ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাবে ভারতের। প্রাপ্ত পয়েন্টের শতকরা হিসাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে এখন ভারত (৭১.৭%)।
এছাড়া ফাইনালে ওঠার লড়াইয়ে আছে নিউজিল্যান্ড (৭০%), অস্ট্রেলিয়া (৬৯.২%) ও ইংল্যান্ড (৬৮.৭%)।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আইপিএলের জন্য পেছাল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
মহামারি করোনার দোহাই দিয়ে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছর পিছিয়ে দেওয়া হলেও একই সময়ে আইপিএল আয়োজনে কোনো সমস্যা হয়নি।
অনেকেই মনে করেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চাপে আইপিএলের জন্য ফাঁকা সময় বের করতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেয় আইসিসি। ধারণাটা যে একেবারে অযৌক্তিক নয়, মঙ্গলবার তার প্রমাণ মিলল।
আইপিএলের স্বার্থেই আট দিন পিছিয়ে দেওয়া হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের ফাইনাল। সূচি অনুযায়ী আগামী ১০ জুন লর্ডসে শুরু হওয়ার কথা ছিল ফাইনাল। সূচি এখনও চূড়ান্ত না হলেও একই সময়ে আইপিএলের আগামী আসরের ফাইনাল হওয়ার কথা রয়েছে।
যে কারণে আইপিএলের সূচি পরিবর্তন না করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আট দিন পিছিয়ে ১৮ জুন শুরুর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বার্তা সংস্থা পিটিআইকে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় বোর্ডের একটি সূত্র।
যদিও লর্ডসের ফাইনাল পেছানোর কারণ হিসেবে বলা হয়েছে- কোয়ারেন্টিনের জটিলতা এড়াতেই এ সিদ্ধান্ত। বাস্তবে ভারতই এতে সবচেয়ে বেশি লাভবান হবে।
আইপিএল শেষে ফাইনালের প্রস্তুতির জন্য বাড়তি কয়েকটা দিন পাবেন কোহলিরা। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন চার টেস্টের হোম সিরিজ ২-০ ব্যবধানে জিতলেই ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাবে ভারতের। প্রাপ্ত পয়েন্টের শতকরা হিসাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে এখন ভারত (৭১.৭%)।
এছাড়া ফাইনালে ওঠার লড়াইয়ে আছে নিউজিল্যান্ড (৭০%), অস্ট্রেলিয়া (৬৯.২%) ও ইংল্যান্ড (৬৮.৭%)।