লঙ্কান প্রধান নির্বাচকের পদত্যাগ
টানা দুটি টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে শ্রীলঙ্কা। গত সিরিজে ঘরের মাঠেজো রুটদের দলের সামনে দাঁড়াতেই পারেনি দিনেশ চান্দিমালের দল।
এর আগে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে ধবলধোলাই হয় শ্রীলঙ্কা।
আর দলের বাজে পারফরম্যান্সের পর প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন অশান্থা ডি মেল।
যদিও দলের সাম্প্রতিক পারফরম্যান্স নয়; আগে থেকেই পদত্যাগের পরিকল্পনা নিয়েছিলেন বলে জানিয়েছেন অশান্থা।
ইএসপিএনক্রিকইনফোকে অশান্থা ডি মেল জানান, নির্বাচকের দায়িত্ব ছাড়তে ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন।
বললেন, দুই দায়িত্ব থেকেই পদত্যাগ করার পরিকল্পনা করছিলাম। তাই আমি ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম। আমার মনে হয়েছে, সরে দাঁড়ানোর এটাই সময়। দুই বছর ধরে দায়িত্ব পালন করছি।
২০১৮ সালের নভেম্বর থেকে প্রধান নির্বাচকের পাশাপাশি শ্রীলঙ্কার টিম ম্যানেজারের দায়িত্বও পালন করে আসছিলেন ডি মেল। কদিন আগে সেই পদ থেকে সরে দাঁড়ান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লঙ্কান প্রধান নির্বাচকের পদত্যাগ
টানা দুটি টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে শ্রীলঙ্কা। গত সিরিজে ঘরের মাঠে জো রুটদের দলের সামনে দাঁড়াতেই পারেনি দিনেশ চান্দিমালের দল।
এর আগে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে ধবলধোলাই হয় শ্রীলঙ্কা।
আর দলের বাজে পারফরম্যান্সের পর প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন অশান্থা ডি মেল।
যদিও দলের সাম্প্রতিক পারফরম্যান্স নয়; আগে থেকেই পদত্যাগের পরিকল্পনা নিয়েছিলেন বলে জানিয়েছেন অশান্থা।
ইএসপিএনক্রিকইনফোকে অশান্থা ডি মেল জানান, নির্বাচকের দায়িত্ব ছাড়তে ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন।
বললেন, দুই দায়িত্ব থেকেই পদত্যাগ করার পরিকল্পনা করছিলাম। তাই আমি ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম। আমার মনে হয়েছে, সরে দাঁড়ানোর এটাই সময়। দুই বছর ধরে দায়িত্ব পালন করছি।
২০১৮ সালের নভেম্বর থেকে প্রধান নির্বাচকের পাশাপাশি শ্রীলঙ্কার টিম ম্যানেজারের দায়িত্বও পালন করে আসছিলেন ডি মেল। কদিন আগে সেই পদ থেকে সরে দাঁড়ান তিনি।