ঘরের মাঠেই ট্রলের শিকার কোহলি
ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্টে খেলতে নেমে সমর্থকদের বিদ্রূপের শিকার হয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি।
ইংলিশ অফস্পিনার মঈন আলীর বলে বোল্ড হয়ে শূন্যরানে আউট হয়ে যাওয়া বর্তমান সময়ের সেরা এই ব্যাটসম্যানকে নিয়ে বিদ্রূপ করছেন ইংল্যান্ডের ক্রিকেট সমর্থক বার্মি আর্মি।
কোহলির আউট হওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে ইংলিশ সমর্থকরা লিখেন- ‘কিচেনে চা করতে গিয়েছিলাম। তারপরই বুঝতে পারলাম ফ্রিজে কোনো দুধ নেই।’
মঈন আলী প্রথম স্পিনার যিনি কোহলিকে আন্তর্জাতিক ক্রিকেটে শূন্যরানে আউট করলেন। ভারতীয় অধিনায়ককে এ নিয়ে ১৩ বারের সাক্ষাতে চারবার আউট করলেন মঈন আলী।
চার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে শূন্যরানে ওপেনার শুভমান গিলের উইকেট পতনের পর চেতেশ্বর পুজারাকে সঙ্গে নিয়ে ৮৫ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান অন্য ওপেনার রোহিত শর্মা। দলীয় ৮৫ রানে আউট হন পুজারা (২১)।
চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই মঈন আলীর অফস্পিনে বিভ্রান্ত কোহলি। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে ১১ বার শূন্যরানে ফিরলেন বর্তমান সময়ের বিশ্বসেরা এই ব্যাটসম্যান।
৮৬ রানে প্রথমসারির ৩ ব্যাটসম্যানের বিদায়ের পর চতুর্থ উইকেটে আজিঙ্কা রাহানেকে সঙ্গে নিয়ে ১৬২ রানের জুটি গড়েন রোহিত। সারা দিন ব্যাটিং করে যাওয়া এই ওপেনার শেষ বিকালে এসে নিজের মূল্যবান উইকেট হারান। ১৮টি চার ও দুই ছক্কায় ১৬১ রান করে রোহিত যখন প্যাভিলিয়নে ফেরেন তখন ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৪৮ রান।
রোহিত শর্মার বিদায়ের পর ফিফটি তুলে নেয়া রাহানেও বেশি দূর এগোতে পারেননি। মাত্র ১ রানের ব্যবধানে মঈন আলীর দ্বিতীয় শিকার হন রাহানে। তার আগে করেন ৯ চারে ৬৭ রান। এরপর মাত্র ৩৫ রানের ব্যবধানে ফেরেন রবিচন্দ্রন অশ্বিন।
প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩০০ রান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঘরের মাঠেই ট্রলের শিকার কোহলি
ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্টে খেলতে নেমে সমর্থকদের বিদ্রূপের শিকার হয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি।
ইংলিশ অফস্পিনার মঈন আলীর বলে বোল্ড হয়ে শূন্যরানে আউট হয়ে যাওয়া বর্তমান সময়ের সেরা এই ব্যাটসম্যানকে নিয়ে বিদ্রূপ করছেন ইংল্যান্ডের ক্রিকেট সমর্থক বার্মি আর্মি।
কোহলির আউট হওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে ইংলিশ সমর্থকরা লিখেন- ‘কিচেনে চা করতে গিয়েছিলাম। তারপরই বুঝতে পারলাম ফ্রিজে কোনো দুধ নেই।’
মঈন আলী প্রথম স্পিনার যিনি কোহলিকে আন্তর্জাতিক ক্রিকেটে শূন্যরানে আউট করলেন। ভারতীয় অধিনায়ককে এ নিয়ে ১৩ বারের সাক্ষাতে চারবার আউট করলেন মঈন আলী।
চার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে শূন্যরানে ওপেনার শুভমান গিলের উইকেট পতনের পর চেতেশ্বর পুজারাকে সঙ্গে নিয়ে ৮৫ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান অন্য ওপেনার রোহিত শর্মা। দলীয় ৮৫ রানে আউট হন পুজারা (২১)।
চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই মঈন আলীর অফস্পিনে বিভ্রান্ত কোহলি। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে ১১ বার শূন্যরানে ফিরলেন বর্তমান সময়ের বিশ্বসেরা এই ব্যাটসম্যান।
৮৬ রানে প্রথমসারির ৩ ব্যাটসম্যানের বিদায়ের পর চতুর্থ উইকেটে আজিঙ্কা রাহানেকে সঙ্গে নিয়ে ১৬২ রানের জুটি গড়েন রোহিত। সারা দিন ব্যাটিং করে যাওয়া এই ওপেনার শেষ বিকালে এসে নিজের মূল্যবান উইকেট হারান। ১৮টি চার ও দুই ছক্কায় ১৬১ রান করে রোহিত যখন প্যাভিলিয়নে ফেরেন তখন ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৪৮ রান।
রোহিত শর্মার বিদায়ের পর ফিফটি তুলে নেয়া রাহানেও বেশি দূর এগোতে পারেননি। মাত্র ১ রানের ব্যবধানে মঈন আলীর দ্বিতীয় শিকার হন রাহানে। তার আগে করেন ৯ চারে ৬৭ রান। এরপর মাত্র ৩৫ রানের ব্যবধানে ফেরেন রবিচন্দ্রন অশ্বিন।
প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩০০ রান।