‘হেরে গেলে মেজাজ খারাপ হয়, রাগের মাথায় ওসব বলেছি’
ক্রীড়া প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩২:২২ | অনলাইন সংস্করণ
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয়সারির দলের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
রোববার ম্যাচ শেষে জাতীয় দলের খেলোয়াড়, অধিনায়ক, কোচ থেকে শুরু করে নির্বাচকদেরও ধুয়ে দেন বিসিবি সভাপতি।
তবে সোমবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা নেওয়ার পর সাংবাদিকদের পাপন বলেছেন, হেরে গেলে মেজাজ খারাপ হয়। আপনাদের খারাপ লাগে, আমারও খারাপ লাগে। কালকে ছিল রাগের কথা। আমাদের বিশ্বমানের খেলোয়াড় আছে। তবে আমাদের যে আরও উন্নতি করতে হবে- এ উপলব্ধিটা সবার মধ্যে আসতে হবে।
এদিন তিনি আবারও বলেছেন, আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। স্পিন ছাড়া খেলতে পারব না- এ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। ব্যাটসম্যানদের শট সিলেকশন নিয়ে ভাবতে হবে। আমরা যেভাবে আউট হয়েছি এভাবে কেউ আউট হয় না। পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘হেরে গেলে মেজাজ খারাপ হয়, রাগের মাথায় ওসব বলেছি’
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয়সারির দলের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
রোববার ম্যাচ শেষে জাতীয় দলের খেলোয়াড়, অধিনায়ক, কোচ থেকে শুরু করে নির্বাচকদেরও ধুয়ে দেন বিসিবি সভাপতি।
তবে সোমবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা নেওয়ার পর সাংবাদিকদের পাপন বলেছেন, হেরে গেলে মেজাজ খারাপ হয়। আপনাদের খারাপ লাগে, আমারও খারাপ লাগে। কালকে ছিল রাগের কথা। আমাদের বিশ্বমানের খেলোয়াড় আছে। তবে আমাদের যে আরও উন্নতি করতে হবে- এ উপলব্ধিটা সবার মধ্যে আসতে হবে।
এদিন তিনি আবারও বলেছেন, আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। স্পিন ছাড়া খেলতে পারব না- এ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। ব্যাটসম্যানদের শট সিলেকশন নিয়ে ভাবতে হবে। আমরা যেভাবে আউট হয়েছি এভাবে কেউ আউট হয় না। পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।