ইতিহাস গড়ার পথে নাদাল
টেনিসে ইতিহাস গড়ার পথে রাফায়েল নাদাল। গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছুঁয়েছেন নাদাল। এবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলে ফেদেরারকে ছাড়িয়ে ইতিহাসের নতুন চূড়ায় উঠে যাবেন স্প্যানিশ এই মহাতারকা।
সোমবার চতুর্থ রাউন্ডে ইতালির ফ্যাবিও ফ্যানিনিকে সরাসরি ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারের ৪৩তম গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনালে উঠলেন নাদাল।
শেষ আটে তার প্রতিপক্ষ পঞ্চম বাছাই স্তেফানোস সিৎসিপাস। একই দিনে দাপুটে জয়ে ‘অল রুশ’ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন দানিল মেদভেদেভ ও আন্দ্রে রুবলেভ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইতিহাস গড়ার পথে নাদাল
টেনিসে ইতিহাস গড়ার পথে রাফায়েল নাদাল। গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছুঁয়েছেন নাদাল। এবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলে ফেদেরারকে ছাড়িয়ে ইতিহাসের নতুন চূড়ায় উঠে যাবেন স্প্যানিশ এই মহাতারকা।
সোমবার চতুর্থ রাউন্ডে ইতালির ফ্যাবিও ফ্যানিনিকে সরাসরি ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারের ৪৩তম গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনালে উঠলেন নাদাল।
শেষ আটে তার প্রতিপক্ষ পঞ্চম বাছাই স্তেফানোস সিৎসিপাস। একই দিনে দাপুটে জয়ে ‘অল রুশ’ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন দানিল মেদভেদেভ ও আন্দ্রে রুবলেভ।