ইংল্যান্ডের টুর্নামেন্টে দল পাননি সাকিব-তামিমরা
স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৩:৪৭ | অনলাইন সংস্করণ
ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার।
ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টের ড্রাফটে নাম ছিল সাকিব আল হাসান, তামিম ইকবালসহ বাংলাদেশের আট ক্রিকেটারের।
সোমবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় একশ বলের নতুন এই টুর্নামেন্টের ড্রাফট। পরদিন জানিয়ে দেওয়া হয় দল পাওয়া ক্রিকেটারদের নাম।
বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দলে নিতে আগ্রহ দেখায়নি আট দলের কেউই।
গত বছর হওয়ার কথা ছিল ইংল্যান্ডের নতুন এই ঘরোয়া টুর্নামেন্ট। ২০১৯ সালের অক্টোবরে ড্রাফট হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে সেই আসর আর বসেনি।
গত ড্রাফটে সাকিব-তামিমের সঙ্গে মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমানসহ নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ১১ জন ক্রিকেটার। এবার নাম দেন আটজন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইংল্যান্ডের টুর্নামেন্টে দল পাননি সাকিব-তামিমরা
ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার।
ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টের ড্রাফটে নাম ছিল সাকিব আল হাসান, তামিম ইকবালসহ বাংলাদেশের আট ক্রিকেটারের।
সোমবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় একশ বলের নতুন এই টুর্নামেন্টের ড্রাফট। পরদিন জানিয়ে দেওয়া হয় দল পাওয়া ক্রিকেটারদের নাম।
বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দলে নিতে আগ্রহ দেখায়নি আট দলের কেউই।
গত বছর হওয়ার কথা ছিল ইংল্যান্ডের নতুন এই ঘরোয়া টুর্নামেন্ট। ২০১৯ সালের অক্টোবরে ড্রাফট হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে সেই আসর আর বসেনি।
গত ড্রাফটে সাকিব-তামিমের সঙ্গে মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমানসহ নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ১১ জন ক্রিকেটার। এবার নাম দেন আটজন।