শারজিলের রাজসিক প্রত্যাবর্তনেও মুগ্ধ নন শোয়েব
স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৩:৩৬ | অনলাইন সংস্করণ
ফিক্সিংকাণ্ডে পাঁচ বছর নিষিদ্ধ থাকার পর ঘরোয়া ক্রিকেট দিয়ে ২২ গজে ফিরেছেন পাকিস্তানের বাঁহাতি ওপেনার শারজিল খান।
তার বয়স এখন ৩১। আর ক্রিকেটে ফিরেই দুর্দান্ত সব ইনিংস খেলছেন তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছেন এখন।
বুধবার পিএসএলের এবারের আসরের প্রথম সেঞ্চুরিটাও এসেছে শারজিলের ব্যাট থেকে। করাচি কিংসের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান তিনি।
তবে শারজিলের এই রাজকীয় প্রত্যাবর্তনে মুগ্ধ নন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
অবশ্য শারজিলের প্রশংসা করতে কার্পণ্য করেননি সাবেক এ গতি তারকা।
শোয়েবের দৃষ্টি এখন শারজিলের ফিটনেসের দিকে। মূলত শারজিলের স্থুল দেহকে কমানোর পরামর্শ দিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওবার্তায় শোয়েব বলেন, ‘শারজিল পাকিস্তান ক্রিকেটের অনেক ক্ষতি করেছে। নিজের তো বটেই। সে এবার ঘুরে দাঁড়াচ্ছে এবং দারুণ পারফর্ম করছে। তবু আমি তার কাছ থেকে একটা জিনিস আশা করছি। সেটি হলো তার ফিটনেস।
এর পর শারজিলের উদ্দেশে শোয়েব বলেন, যতই ভালো খেলছ না কেন, তোমার ফিটনেস ভালো না হলে, দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তাই নিজের ফিটনেসের যত্ন নাও। পাঁচ বছর অনেক বড় সময়। কামরান আকমল এবং তুমি যদি দলে থাকতে তা হলে পাকিস্তানের ওপেনিং সমস্যাটা দূর হয়ে যেত। আমি তোমার কাছ থেকে আরও ভালো আশা করি। নিজের সেরাটা দিয়ে পাকিস্তানের সেবা কর।
তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শারজিলের রাজসিক প্রত্যাবর্তনেও মুগ্ধ নন শোয়েব
ফিক্সিংকাণ্ডে পাঁচ বছর নিষিদ্ধ থাকার পর ঘরোয়া ক্রিকেট দিয়ে ২২ গজে ফিরেছেন পাকিস্তানের বাঁহাতি ওপেনার শারজিল খান।
তার বয়স এখন ৩১। আর ক্রিকেটে ফিরেই দুর্দান্ত সব ইনিংস খেলছেন তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছেন এখন।
বুধবার পিএসএলের এবারের আসরের প্রথম সেঞ্চুরিটাও এসেছে শারজিলের ব্যাট থেকে। করাচি কিংসের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান তিনি।
তবে শারজিলের এই রাজকীয় প্রত্যাবর্তনে মুগ্ধ নন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
অবশ্য শারজিলের প্রশংসা করতে কার্পণ্য করেননি সাবেক এ গতি তারকা।
শোয়েবের দৃষ্টি এখন শারজিলের ফিটনেসের দিকে। মূলত শারজিলের স্থুল দেহকে কমানোর পরামর্শ দিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওবার্তায় শোয়েব বলেন, ‘শারজিল পাকিস্তান ক্রিকেটের অনেক ক্ষতি করেছে। নিজের তো বটেই। সে এবার ঘুরে দাঁড়াচ্ছে এবং দারুণ পারফর্ম করছে। তবু আমি তার কাছ থেকে একটা জিনিস আশা করছি। সেটি হলো তার ফিটনেস।
এর পর শারজিলের উদ্দেশে শোয়েব বলেন, যতই ভালো খেলছ না কেন, তোমার ফিটনেস ভালো না হলে, দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তাই নিজের ফিটনেসের যত্ন নাও। পাঁচ বছর অনেক বড় সময়। কামরান আকমল এবং তুমি যদি দলে থাকতে তা হলে পাকিস্তানের ওপেনিং সমস্যাটা দূর হয়ে যেত। আমি তোমার কাছ থেকে আরও ভালো আশা করি। নিজের সেরাটা দিয়ে পাকিস্তানের সেবা কর।
তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান