এবার ইংল্যান্ড দলকে খোঁচা নারী ক্রিকেটারের
স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:০১:৪২ | অনলাইন সংস্করণ
আহমেদাবাদ টেস্টে মাত্র দেড় দিনে গুঁড়িয়ে যাওয়া জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড ক্রিকেট দলের পারফরম্যান্সে রীতিমতো হতাশ তারকা ক্রিকেটাররা।
আহমেদাবাদে ১১২ ও ৮১ রানে অলআউট হওয়া রুটের নেতৃত্বাধীন দলটি ভারতের বিপক্ষে হেরে যায় ১০ উইকেটের বিশাল ব্যবধানে।
ভারত সফরে জয়ে শুরু করা ইংল্যান্ড এরপর টানা দুই টেস্টে হেরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রেস থেকে ছিটকে যায়।
আহমেদাবাদে লজ্জাজনক ব্যাটিংয়ের পর ইংল্যান্ড নারী ক্রিকেট দলের তারকা আলেকজান্দ্রিয়া হার্টলে টুইট বার্তায় লেখেন- আজ রাতেই নারী ক্রিকেট দল নামছে নিউজিল্যান্ডের বিপক্ষে। তার আগেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় ভালো লাগছে। সরাসরি খেলা দেখুন বিটি স্পোর্টসে।
হার্টলের টুইট শেয়ার করে তাকে একহাত নেন ইংল্যান্ডের তারকা ওপেনার রোরি বার্নস। তিনি লেখেন- ছেলেরাও কিন্তু মহিলাদের সমর্থন করে। খুব হতাশাজনক ব্যবহার।
ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন ডাকেট লেখেন- খুব নিম্নমানের টুইট। মনে হয় না নারীরা হারলে কোনো ছেলে ক্রিকেটার এভাবে হাততালি দেয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এবার ইংল্যান্ড দলকে খোঁচা নারী ক্রিকেটারের
আহমেদাবাদ টেস্টে মাত্র দেড় দিনে গুঁড়িয়ে যাওয়া জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড ক্রিকেট দলের পারফরম্যান্সে রীতিমতো হতাশ তারকা ক্রিকেটাররা।
আহমেদাবাদে ১১২ ও ৮১ রানে অলআউট হওয়া রুটের নেতৃত্বাধীন দলটি ভারতের বিপক্ষে হেরে যায় ১০ উইকেটের বিশাল ব্যবধানে।
ভারত সফরে জয়ে শুরু করা ইংল্যান্ড এরপর টানা দুই টেস্টে হেরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রেস থেকে ছিটকে যায়।
আহমেদাবাদে লজ্জাজনক ব্যাটিংয়ের পর ইংল্যান্ড নারী ক্রিকেট দলের তারকা আলেকজান্দ্রিয়া হার্টলে টুইট বার্তায় লেখেন- আজ রাতেই নারী ক্রিকেট দল নামছে নিউজিল্যান্ডের বিপক্ষে। তার আগেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় ভালো লাগছে। সরাসরি খেলা দেখুন বিটি স্পোর্টসে।
হার্টলের টুইট শেয়ার করে তাকে একহাত নেন ইংল্যান্ডের তারকা ওপেনার রোরি বার্নস। তিনি লেখেন- ছেলেরাও কিন্তু মহিলাদের সমর্থন করে। খুব হতাশাজনক ব্যবহার।
ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন ডাকেট লেখেন- খুব নিম্নমানের টুইট। মনে হয় না নারীরা হারলে কোনো ছেলে ক্রিকেটার এভাবে হাততালি দেয়।